অকালে চলে গেলেন ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজেতা প্রশান্ত তামাং, চলছিল সলমন খানের আসন্ন ছবির শুটিং...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
প্রশান্ত তাঁর পরবর্তী প্রজেক্ট ব্যাটল অফ গালওয়ান-এর প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে তিনি সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন।
কলকাতা: প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে স্তম্ভিত গোটা দেশ। অথচ সব ঠিক থাকলে এই প্রতিভাকেই হয়তো দেখা যেত সলমন খানের ছবিতে। প্রশান্ত তাঁর পরবর্তী প্রজেক্ট ব্যাটল অফ গালওয়ান-এর প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে তিনি সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন। যদিও তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছিল। প্রশান্ত শুটিংয়ের কিছু ঝলক শেয়ার করেছিলেন। এই ছবিটিতেই শেষবারের মতো পর্দায় দেখা যাবে তাঁকে।
২০২৪ সালে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজ়ে খলচরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। ‘ইন্ডিয়ান আইডল ৩’-এর বিজেতা প্রশান্তের আরও অনেকটা পথচলা বাকি ছিল কিন্তু শেষ হয়ে গেল সবটাই। বয়স হয়েছিল ৪৩। অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে এসেছিলেন।
advertisement
advertisement
তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ একটি পোস্ট করেন। লেখেন, “ইন্ডিয়ান আইডল খ্যাত জনপ্রিয় গায়ক এবং জাতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী প্রশান্ত তামাং-এর আকস্মিক প্রয়াণে আমি শোকাহত। দার্জিলিং পাহাড়ে তাঁর শিকড় এবং কলকাতা পুলিশের সঙ্গে তাঁর এককালীন সম্পর্ক তাঁকে আমাদের বাংলায় বিশেষভাবে প্রিয় করে তুলেছিল। আমি তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

advertisement
দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তাও প্রতিক্রিয়া জানিয়েছেন। লেখেন, “ইন্ডিয়ান আইডলের মঞ্চে হিন্দি ও নেপালি সঙ্গীত জগতে উজ্জ্বল গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং-এর অকাল প্রয়াণ, হিন্দি ও নেপালি সহ সমগ্র শিল্প ও সঙ্গীত জগতকে স্তব্ধ ও গশোকাহত করেছে।” কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন প্রশান্ত তামাং৷ এরপর গানের জগতে পা দেন৷ দক্ষিণ এশিয়া জুড়ে ঘরে ঘরে পরিচিতি লাভ করা, তামাং-এর যাত্রা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। ইন্ডিয়ান আইডলে জয়ের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রশান্তকে। তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’। হিন্দি এবং নেপালি গান দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2026 6:34 PM IST










