সেই ছবি শেয়ার করেছেন তাঁরা দুজনেই। প্রথম ছবিতে স্টেবিন ও নূপুরকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। ছবিটি শেয়ার করার সময় স্টেবিন পোস্টটির ক্যাপশন দিয়েছেন, “সর্বদা এবং চিরকাল…”। দম্পতি ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির বন্ধুরা তাদের অভিনন্দন জানাতে শুরু করেন। কৃতী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্টটি পুনরায় শেয়ার করেছেন এবং লিখেছেন, “আমার হৃদয় আজ পূর্ণ! ভালবাসা, সুখ, আশীর্বাদ।”
advertisement
দীর্ঘ দিনের প্রেমিক গায়ক স্টেবিন বিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নূপুর। ইতিমধ্যে বিদেশে বাগদান সেরেছেন নূপুর ও স্টেবিন। হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন গায়ক। কৃতির বোন নূপুর নিজেও মডেল ও অভিনেত্রী। বেশ কিছু মিউজিক ভিডিয়োয় কাজ করছেন। স্টেবিন পরেছিলেন সাদা শার্ট, স্টাইলিশ ব্লেজার ও ট্রাউজার।
বিয়ের পরপরই প্রকাশ্যে আসে ছবি, ভিডিও, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এসেছিলেন বলিউডের বহু নামীদামি তারকা। প্রসঙ্গত, বোনের বিয়েতে যাওয়ার আগে মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা গিয়েছিল কৃতীকে। সঙ্গে ছিলেন কৃতীর ‘গোপন’ প্রেমিক কবীর বহিয়া।
দিদি কৃতীর মতো সে ভাবে খ্যাত নন নূপুর। ২০১৯ সালে জনপ্রিয় মিউজিক ভিডিও ‘ফিলহাল’-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। তার চার বছর পরে ২০২৩ সালে কুণাল খেমুর বিপরীতে অভিনয়ে আত্মপ্রকাশ করেন নূপুর। তবে তেমন সাফল্য পাননি তিনি। পরিবার, আত্মীয়, ঘনিষ্ঠ-বন্ধুদের উপস্থিতিতেই বসেছিল বিয়ের আসর। ১৩ জানুয়ারি মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে তারকা যুগলের। বোনের বিয়ে তো হল, এবার দিদির কবে সেই প্রশ্নই ঘুরছে বলিপাড়ার অন্দরে।
