বিশ্বজুড়ে বক্স অফিসে রাজত্ব চালাচ্ছে ‘ওপেনহাইমার’ এবং ‘বার্বি’। আকাশছোঁয়া বাজেট নিয়ে তৈরি দুই হলিউডি ছবির নির্মাণ থেকে কাস্ট, সবটাই চমকে দেওয়ার মতো। সেই নিরিখে প্রসূনের ‘দোস্তজি’কে কোনও ভাবেই এই দুই ছবির সঙ্গে এক পঙক্তিতে রাখা চলে না। কিন্তু যাবতীয়
বাহুল্যের ঊর্ধ্বে গিয় সেই আবেগই যেন শেষ কথা বলল। দুই বন্ধুর আখ্যানের পরতে পরতে জড়িয়ে থাকা আবেগ ছুঁয়ে গিয়েছে চিন দেশের দর্শককেও।
advertisement
আরও পড়ুন: জুলাই মাস যেন…, নিক-প্রিয়াঙ্কার একান্ত অবসরের ঝলক প্রকাশ্যে! মালতির নয়া অবতার, দেখুন ছবি
আরও পড়ুন: কাজ থেকে বাদ? ‘সবাই দোষ দিতে চলে আসবে’, সোহিনীর সঙ্গে বিবাদের মাঝেই ইঙ্গিত তৃণার
পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের কথায়, “এই প্রথম কোন বাংলা সিনেমা তাইওয়ানে এল, তাইওয়ানের সরকারি চ্যানেলে বলা হচ্ছে, ওপেনহাইমার ও বার্বির পাশাপাশি, তৃতীয় ধারার একটি ছবি হলে এতটা সাড়া পাচ্ছে৷ প্রথম সপ্তাহে য’টি হলে মুক্তি পেয়েছিল, তার সংখ্যা অনেকগুণে বাড়াতে হয়েছে৷ মানুষ দেখতে আসছেন৷ এটা একটা আশ্চর্য অনুভূতি৷”
হাতেখড়িতে পর্দায় আবেগের গল্প বুনেছেন প্রসূন। সেই আবেগের হাত ধরেই সযত্নে তৈরি করেছেন সামাজিক ভাষ্য। পরিচালকের কথায়, “আসলে এটা একটা সার্বজনীন ইমোশনের গল্প৷ ফলে সারা পৃথিবীর মানুষ এই আবেগের গল্পের সঙ্গে রিলেট করছেন৷ সেই কারণেই পৃথিবীর লোক এই ছবিটি দেখছেন৷”