Nick Jonas-Priyanka Chopra: জুলাই মাস যেন..., নিক-প্রিয়াঙ্কার একান্ত অবসরের ঝলক প্রকাশ্যে! মালতির নয়া অবতার, দেখুন ছবি

Last Updated:
Nick Jonas-Priyanka Chopra: নিক-প্রিয়াঙ্কার সংসারের বিভিন্ন মুহূর্ত বারবার প্রকাশ পায় তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এবারে এই ফোটোডাম্পিং দেখে আরও স্পষ্ট হল হলিউড জুটির বন্ধন এখনও কতটা সুন্দর।
1/10
তারকা পরিবার। তায় আবার আন্তর্জাতিক। ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাই গোটা জুলাই মাসের ধারাবিবরণী দিয়ে দিলেন নিক জোনাস।
তারকা পরিবার। তায় আবার আন্তর্জাতিক। ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাই গোটা জুলাই মাসের ধারাবিবরণী দিয়ে দিলেন নিক জোনাস।
advertisement
2/10
গায়কের জুলাই মাস আদপেই স্ত্রী-কন্যার জন্য বরাদ্দ ছিল। তেমনই টের পাওয়া গেল নিকের ইনস্টাগ্রামে।
গায়কের জুলাই মাস আদপেই স্ত্রী-কন্যার জন্য বরাদ্দ ছিল। তেমনই টের পাওয়া গেল নিকের ইনস্টাগ্রামে।
advertisement
3/10
়প্রিয়াঙ্কা চোপড়া আর কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে অবসরের মোট ১০টি ছবি পোস্ট করেছেন আমেরিকান সঙ্গীতশিল্পী।
়প্রিয়াঙ্কা চোপড়া আর কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে অবসরের মোট ১০টি ছবি পোস্ট করেছেন আমেরিকান সঙ্গীতশিল্পী।
advertisement
4/10
কোথাও দেখা যাচ্ছে, ক্রুজে বাবা-মেয়ের সুন্দর মুহূর্তের ছবি। কন্যাকে জলে পা ভিজানো শেখাচ্ছেন বাবা। একরত্তির মুখ অবশ্য টুপি দিয়ে ঢাকা।
কোথাও দেখা যাচ্ছে, ক্রুজে বাবা-মেয়ের সুন্দর মুহূর্তের ছবি। কন্যাকে জলে পা ভিজানো শেখাচ্ছেন বাবা। একরত্তির মুখ অবশ্য টুপি দিয়ে ঢাকা।
advertisement
5/10
কোথাও দেখা যায়, প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে বসে আছেন নিক। প্রিয়াঙ্কার পরনে স্যুইমস্যুট। কোথাও আবার তাঁর একার ছবি।
কোথাও দেখা যায়, প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে বসে আছেন নিক। প্রিয়াঙ্কার পরনে স্যুইমস্যুট। কোথাও আবার তাঁর একার ছবি।
advertisement
6/10
সমুদ্রসৈকতে তিন জনের খেলার মুহূর্ত ফুটে উঠেছে ইনস্টাগ্রামে। ছবি দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। সেখানে প্রকাশ্যে এল মালতির মুখ।
সমুদ্রসৈকতে তিন জনের খেলার মুহূর্ত ফুটে উঠেছে ইনস্টাগ্রামে। ছবি দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। সেখানে প্রকাশ্যে এল মালতির মুখ।
advertisement
7/10
ইনস্টাগ্রামে ছবিগুলি দিয়ে নিক লিখেছেন, ‘জুলাই যেন একটি চলচ্চিত্র ছিল।’ মাসজুড়ে বিভিন্ন মুহূর্তের কোলাজ।
ইনস্টাগ্রামে ছবিগুলি দিয়ে নিক লিখেছেন, ‘জুলাই যেন একটি চলচ্চিত্র ছিল।’ মাসজুড়ে বিভিন্ন মুহূর্তের কোলাজ।
advertisement
8/10
এই জুলাই মাসের ১৮ তারিখ আবার প্রিয়াঙ্কা ৪১ বছরে পা দিয়েছেন। স্ত্রী জন্মদিনের ঝলকও প্রকাশ করতে পিছপা হলেন না নিক।
এই জুলাই মাসের ১৮ তারিখ আবার প্রিয়াঙ্কা ৪১ বছরে পা দিয়েছেন। স্ত্রী জন্মদিনের ঝলকও প্রকাশ করতে পিছপা হলেন না নিক।
advertisement
9/10
নিক-প্রিয়াঙ্কার সংসারের বিভিন্ন মুহূর্ত বারবার প্রকাশ পায় তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এবারে এই ফোটোডাম্পিং দেখে আরও স্পষ্ট হল হলিউড জুটির বন্ধন এখনও কতটা সুন্দর।
নিক-প্রিয়াঙ্কার সংসারের বিভিন্ন মুহূর্ত বারবার প্রকাশ পায় তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এবারে এই ফোটোডাম্পিং দেখে আরও স্পষ্ট হল হলিউড জুটির বন্ধন এখনও কতটা সুন্দর।
advertisement
10/10
২০১৮ সালে বিয়ে হয় নিক, প্রিয়াঙ্কার। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান, মালতির জন্ম হয় ২০২২। সারোগেসি করেছিলেন বলে প্রিয়াঙ্কাকে নানা কটূক্তি শুনতে হয় যদিও।
২০১৮ সালে বিয়ে হয় নিক, প্রিয়াঙ্কার। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান, মালতির জন্ম হয় ২০২২। সারোগেসি করেছিলেন বলে প্রিয়াঙ্কাকে নানা কটূক্তি শুনতে হয় যদিও।
advertisement
advertisement
advertisement