TRENDING:

Prabhu Deva becomes a father at 50: সন্তানের জন্ম দিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী, ৫০ বছর বয়সে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা

Last Updated:

Prabhu Deva becomes a father at 50: প্রথম স্ত্রী রামলতাকে ডিভোর্সের ৯ বছর পর ২০২০ সালে ডক্টর হিমানিকে বিয়ে করেন প্রভুদেবা৷ দ্বিতীয় বিয়ে দীর্ঘ দিন গোপন রেখেছিলেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ৫০ বছর বয়সে পৌঁছে ফের পিতৃত্বের স্বাদ পেলেন প্রভুদেবা৷ বলিউডের নামী কোরিয়োগ্রাফার তথা পরিচালকের দ্বিতীয় পক্ষের স্ত্রী ডক্টর হিমানি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন৷ সংবাদমাধ্যমে এ খবরে শিলমোহর দিয়েছেন প্রভুদেবা নিজেই৷ এই নিয়ে চতুর্থ বার বাবা হলেন তিনি৷ প্রথম পক্ষের স্ত্রী রামলতা এবং প্রভুদেবার তিনটি পুত্রসন্তান ছিল৷ সবথেকে বড় ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান ২০০৮ সালে৷ বাকি দুই ছেলে থাকে রামলতার সঙ্গে৷
৫০ বছর বয়সে পৌঁছে ফের পিতৃত্বের স্বাদ পেলেন প্রভুদেবা
৫০ বছর বয়সে পৌঁছে ফের পিতৃত্বের স্বাদ পেলেন প্রভুদেবা
advertisement

শিল্পীর কথায়, ‘‘হ্যাঁ, এটা সত্যি৷ ৫০ বছরে পৌঁছে আমি ফের বাবা হয়েছি৷ আমার খুবই আনন্দ লাগছে৷’’ তিনি আরও জানান যে এ বার কাজের চাপ কমিয়ে এ বার পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন৷ বলেছেন, ‘‘আমি ইতিমধ্যেই কাজের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি৷ আমার মনে হয়েছিল কাজের চাপে ছুটে বেড়াচ্ছি৷ এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই৷’’

advertisement

প্রথম স্ত্রী রামলতাকে ডিভোর্সের ৯ বছর পর ২০২০ সালে ডক্টর হিমানিকে বিয়ে করেন প্রভুদেবা৷ দ্বিতীয় বিয়ে দীর্ঘ দিন গোপন রেখেছিলেন তাঁরা৷ চলতি বছর এপ্রিলে প্রভুদেবার ৫০ তম বছরের জন্মদিনে একটি ভিডিও-তে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হিমানি৷

আরও পড়ুন :  নায়িকার সঙ্গে পরকীয়ায় ভাঙে ১৬ বছরের দাম্পত্য, স্থায়ী হয়নি সেই প্রেমও, সন্তানশোকে দগ্ধ হন প্রভুদেবা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভিডিও-তে দেখা যায়, হিমানি জানাচ্ছেন গত তিন বছর তাঁরা একসঙ্গে আছেন৷ তাঁদের একসঙ্গের যাত্রাকে ‘অপূর্ব’ বলে বর্ণনা করেন তিনি৷ শৃঙ্খলাবদ্ধ প্রভু দেবার পরিশ্রম করার মানসিকতা তাঁকে মুগ্ধ করেছে৷ এক জন ব্যক্তি কী করে একইসঙ্গে মজাদার, যত্নশীল এবং প্রেমিক হতে পারেন, সেটা প্রভু দেবাকে দেখলেই বোঝা যায় বলে মত হিমানির৷ তাঁর রসিকতাবোধ ও উপস্থিতি মন ভাল করে দেয় হিমানির৷ প্রভু দেবার স্ত্রী হিসেবে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhu Deva becomes a father at 50: সন্তানের জন্ম দিলেন দ্বিতীয় পক্ষের স্ত্রী, ৫০ বছর বয়সে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল