Prabhu Deva: নায়িকার সঙ্গে পরকীয়ায় ভাঙে ১৬ বছরের দাম্পত্য, স্থায়ী হয়নি সেই প্রেমও, সন্তানশোকে দগ্ধ হন প্রভুদেবা

Last Updated:
Prabhu Deva: কোরিয়োগ্রাফার প্রভু দেবার ব্যক্তিগত জীবন দ্বন্দ্ব এবং ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত। প্রেম, বিচ্ছেদ এসেছে হাত ধরাধরি করেই।
1/10
বলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় ছিল তাঁর একচ্ছত্র আধিপত্য। নাচের ভঙ্গি ও মুদ্রায় মুগ্ধ করেছেন দর্শককে। কিন্তু কোরিয়োগ্রাফার প্রভু দেবার ব্যক্তিগত জীবন দ্বন্দ্ব এবং ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত। প্রেম, বিচ্ছেদ এসেছে হাত ধরাধরি করেই।
বলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় ছিল তাঁর একচ্ছত্র আধিপত্য। নাচের ভঙ্গি ও মুদ্রায় মুগ্ধ করেছেন দর্শককে। কিন্তু কোরিয়োগ্রাফার প্রভু দেবার ব্যক্তিগত জীবন দ্বন্দ্ব এবং ঘাত প্রতিঘাতে ক্ষত বিক্ষত। প্রেম, বিচ্ছেদ এসেছে হাত ধরাধরি করেই।
advertisement
2/10
মহীশূরে প্রভু দেবার জন্ম ১৯৭৩ সালের ৩ এপ্রিল। তাঁর বাবাও ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির কোরিয়োগ্রাফার। শৈশব থেকেই প্রভু দেবার অনায়াস যাতায়াত ছিল ভরতনাট্যম এবং পাশ্চাত্য ঘরানার নাচেও।
মহীশূরে প্রভু দেবার জন্ম ১৯৭৩ সালের ৩ এপ্রিল। তাঁর বাবাও ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির কোরিয়োগ্রাফার। শৈশব থেকেই প্রভু দেবার অনায়াস যাতায়াত ছিল ভরতনাট্যম এবং পাশ্চাত্য ঘরানার নাচেও।
advertisement
3/10
অতি দ্রুত প্রথম সারির কোরিয়াগ্রাফারের মধ্যে নিজের জায়গা করে নেন প্রভু দেবা। তবে পরিচিতি ও খ্যাতি লাভের অনেক আগেই, যাত্রাপথের শুরুতেই ১৯৯৫ সালে নৃত্যশিল্পী রামলতা বা লতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
অতি দ্রুত প্রথম সারির কোরিয়াগ্রাফারের মধ্যে নিজের জায়গা করে নেন প্রভু দেবা। তবে পরিচিতি ও খ্যাতি লাভের অনেক আগেই, যাত্রাপথের শুরুতেই ১৯৯৫ সালে নৃত্যশিল্পী রামলতা বা লতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।
advertisement
4/10
তিন সন্তানকে প্রভুদেবা ও লতার সুখের সংসারেও একদিন ফাটল ধরে। গুঞ্জন তেলুগু ছবির অভিনেত্রী নয়নতারার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন কোরিয়োগ্রাফার। তবে প্রভুদেবা বা নয়নতারা কেউই সে সময় এই সম্পর্ক স্বীকার বা অস্বীকার কোনওটাই করেননি।
তিন সন্তানকে প্রভুদেবা ও লতার সুখের সংসারেও একদিন ফাটল ধরে। গুঞ্জন তেলুগু ছবির অভিনেত্রী নয়নতারার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন কোরিয়োগ্রাফার। তবে প্রভুদেবা বা নয়নতারা কেউই সে সময় এই সম্পর্ক স্বীকার বা অস্বীকার কোনওটাই করেননি।
advertisement
5/10
কিন্তু প্রভুদেবার প্রথম স্ত্রী রামলতার অভিযোগ ছিল, বিবাহিত অবস্থাতেই নায়িকা নয়নতারার সঙ্গে লিভ ইন করতেন প্রভুদেবা। এই টানাপড়েনের মধ্যেই আসে তীব্র মানসিক আঘাত। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৮ সালে মারা যায় প্রভুদেবা ও লতার প্রথম সন্তান।
কিন্তু প্রভুদেবার প্রথম স্ত্রী রামলতার অভিযোগ ছিল, বিবাহিত অবস্থাতেই নায়িকা নয়নতারার সঙ্গে লিভ ইন করতেন প্রভুদেবা। এই টানাপড়েনের মধ্যেই আসে তীব্র মানসিক আঘাত। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৮ সালে মারা যায় প্রভুদেবা ও লতার প্রথম সন্তান।
advertisement
6/10
সন্তানের মৃত্যুতেও পাল্টায়নি পরিস্থিতি। বরং প্রাক্তন স্ত্রীর থেকে আরও ব্যবধান বেড়ে যায় প্রভুদেবার। এর পর লতার বহু আর্জি বিফলে যায়। তাঁর দাবি, অনুরোধ সত্ত্বেও নয়নতারাকে ছেড়ে পুরনো সংসারে ফিরে আসেননি প্রভুদেবা।
সন্তানের মৃত্যুতেও পাল্টায়নি পরিস্থিতি। বরং প্রাক্তন স্ত্রীর থেকে আরও ব্যবধান বেড়ে যায় প্রভুদেবার। এর পর লতার বহু আর্জি বিফলে যায়। তাঁর দাবি, অনুরোধ সত্ত্বেও নয়নতারাকে ছেড়ে পুরনো সংসারে ফিরে আসেননি প্রভুদেবা।
advertisement
7/10
অন্তত খাতায় কলমে বিয়েটাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন লতা। চাননি ডিভোর্স দিতে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সব প্রতিরোধ ভেঙে পড়ে। ২০১১ সালে ইতি পড়ে তাঁদের ১৬ বছরের দাম্পত্যে। ডিভোর্স হয়ে যায় প্রভুদেবা ও লতার। দুই ছেলের কাস্টডি পান লতা।
অন্তত খাতায় কলমে বিয়েটাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন লতা। চাননি ডিভোর্স দিতে। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সব প্রতিরোধ ভেঙে পড়ে। ২০১১ সালে ইতি পড়ে তাঁদের ১৬ বছরের দাম্পত্যে। ডিভোর্স হয়ে যায় প্রভুদেবা ও লতার। দুই ছেলের কাস্টডি পান লতা।
advertisement
8/10
কিন্তু নয়নতারার সঙ্গেও প্রভুদেবার প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। নয়নতারার অভিযোগ ছিল, প্রভুদেবা তাঁকে বিয়ে করতে চাননি। এগিয়েও পিছিয়ে গিয়েছেন। অন্যদিকে, নয়নতারার বিরুদ্ধে অনুযোগ ছিল, প্রভুদেবা যে তাঁর সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখছেন, সেটা তাঁর না-পসন্দ ছিল।
কিন্তু নয়নতারার সঙ্গেও প্রভুদেবার প্রেম দীর্ঘস্থায়ী হয়নি। নয়নতারার অভিযোগ ছিল, প্রভুদেবা তাঁকে বিয়ে করতে চাননি। এগিয়েও পিছিয়ে গিয়েছেন। অন্যদিকে, নয়নতারার বিরুদ্ধে অনুযোগ ছিল, প্রভুদেবা যে তাঁর সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখছেন, সেটা তাঁর না-পসন্দ ছিল।
advertisement
9/10
শেষ পর্যন্ত ২০১২ সালে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে যান প্রভু দেবা ও নয়নতারা। এর পর দীর্ঘ কয়েক বছর নিঃসঙ্গই কাটান কোরিয়োগ্রাফার। এর পর তাঁর জীবনে আসেন এক ফিজিওথেরাপিস্ট। পিঠের ব্যথার জন্য প্রভু দেবা দ্বারস্থ হন ও ফিজিওথেরাপিস্টের।
শেষ পর্যন্ত ২০১২ সালে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে যান প্রভু দেবা ও নয়নতারা। এর পর দীর্ঘ কয়েক বছর নিঃসঙ্গই কাটান কোরিয়োগ্রাফার। এর পর তাঁর জীবনে আসেন এক ফিজিওথেরাপিস্ট। পিঠের ব্যথার জন্য প্রভু দেবা দ্বারস্থ হন ও ফিজিওথেরাপিস্টের।
advertisement
10/10
২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেই ওই ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেন প্রভু দেবা। প্রথম দিকে তাঁদের বিয়ে ছিল গোপনই। ইন্ডাস্ট্রির কোনও তারকা নয়। একান্ত ঘরোয়া সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবরা।
২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেই ওই ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেন প্রভু দেবা। প্রথম দিকে তাঁদের বিয়ে ছিল গোপনই। ইন্ডাস্ট্রির কোনও তারকা নয়। একান্ত ঘরোয়া সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবরা।
advertisement
advertisement
advertisement