বেশ কয়েক দিন ধরেই নাকি জ্বরে ভুগছেন অভিনেতা। শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালেও যেতে হয় তাঁকে। আপাতত প্রভাসের হাতে একাধিক কাজ। কিন্তু সে সব কিছু সাময়িক ভাবে স্থগিত রেখে তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই পরামর্শ মতোই কাজ থেকে আপাতত বিরতি নিয়েছেন প্রভাস। আপাতত তিনি ভাল আছেন। খুব শীঘ্রই শ্যুটে ফিরবেন।
advertisement
আরও পড়ুন: মলদ্বীপে আংটি বদল করছেন প্রভাস ও কৃতি? অভিনেতার টিম জানাল সব কথা
আরও পড়ুন: কবে বিয়ে করছেন? প্রশ্ন আসতেই সলমনের নাম তুলে এ কী জবাব দিলেন প্রভাস!
চলতি বছরেই মুক্তি পাবে 'আদিপুরুষ'। এই পুরাণ-নির্ভর ছবিতে প্রভাসের বিপরীতে দেখ যাবে কৃতী স্যাননকে। শোনা যায়, এই ছবিতে কাজ করার সুবাদেই দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে। তৈরি হয় প্রেমের সম্পর্ক। গুঞ্জন, খুব শীঘ্রই মালদ্বীপে বাগদান সারবেন প্রভাস-কৃতী।
যদিও বাগদানের এই খবর সঠিক নয় বলে দাবি প্রভাসের টিমের। অন্যদিকে, একে অপরের শুধুমাত্র খুব ভাল বন্ধু বলে দাবি কৃতির। কিন্তু সূত্রের খবর, জল অনেক দূর গড়িয়েছে।