স্ত্রীর এ হেন পদক্ষেপে মানসিক ভাবে বিধ্বস্ত রাজ। জানিয়ে দিয়েছিলেন, পরীমণির সঙ্গে তাঁর সম্পর্ক আর জোড়া লাগবে না। এখানেই থেমে থাকেননি রাজ। মঙ্গলবার নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি। যা বিতর্কের আগুনে ঘৃতাহুতি করে।
রাজ লিখেছেন, 'হ্যালো গডফাদারস অ্যান্ড গ্যাং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।'
advertisement
আরও পড়ুন: ছেড়ে গিয়েও ফের রাজের কাছে ফিরলেন পরী, হুমকিও অব্যাহত! ওপার বাংলা তোলপাড়
এই পোস্টের পরেই একাধিক প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রি তথা অনুরাগীমহলে। 'গডফাদারস অ্যান্ড গ্যাং' বলতে ঠিক কাদের বুঝিয়েছেন রাজ? কেনই বা তাঁদের উদ্দেশে এই পোস্ট করলেন তিনি? অনেকে মনে করছেন পরীমণি এবং তাঁর বিচ্ছেদের নেপথ্যে রয়েছে এই 'গডফাদার' এবং তাঁর দলবল। কেউ কেউ আবার বলছেন, রাজ হয়তো কারও থেকে হুমকি পেয়েছেন। তার জবাবেই নাকি এ সব লিখেছেন তিনি। তবে আসল সত্যটা কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে।