TRENDING:

Pori Moni and Shariful Razz Anniversary: কবুল করিলাম! চিৎকার রাজের, পরীমণির গলায় চুম্বন, বিচ্ছেদে ইতি, অদেখা ভিডিও ভাইরাল

Last Updated:

Pori Moni and Shariful Razz: বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল, কিন্ত একরত্তি সন্তানের জন্য মানিয়ে চলছিলেন রাজ-পরী। কিন্তু আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন নায়িকা। তাই বছরের শেষে মধ্যরাতে ছেলে কোলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: গত বছরের শেষের দিকে ঘর ভাঙতে বসেছিল শরিফুল রাজ এবং পরীমণির। মাসখানেকের মনোমালিন্যের পর আবার তাঁরা নিজেদের বসুন্ধরায় ফের সংসার পাতলেন বাংলাদেশের জনপ্রিয় দম্পতি।
পরীমণি রাজ
পরীমণি রাজ
advertisement

গতকাল, রবিবার তাঁদের বিয়ের এক বছর পূর্ণ হল।আর সে দিনে নতুন এক ভিডিও শেয়ার করলেন পরী। কিন্তু ভিডিওর ঝলকগুলি নতুন নয়। এক বছর আগের। কিন্তু সে দিনের বিয়ের আয়োজনের এই ভিডিও এর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়নি।

দাম্পত্যকলহের পর নিজেদের মধ্যে মিটমাট করে নেন রাজ ও পরী। তার পরে এই ভিডিও যেন আরও বেশি করে তাঁদের প্রেমের কথা বলে। পোস্ট করে পরী লেখেন, ‘হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিন একটি। আই লাভ ইউ রাজ।’

advertisement

সেই ভিডিওতে তাঁদের নিকাহ-র ঝলক দেখা যায়। ‘কবুল করিলাম’ বলে প্রেমের চিৎকার করে ওঠেন রাজ। তার পরে স্ত্রীর গলায় চুম্বন অথবা তাঁর কোলে মাথা দিয়ে শুয়ে থাকা, প্রেমে মাখোমাখো সেই ভিডিও দেখে খুশি দম্পতির ভক্তরা।

আরও পড়ুন: ছেড়ে গিয়েও ফের রাজের কাছে ফিরলেন পরী, হুমকিও অব্যাহত! ওপার বাংলা তোলপাড়

advertisement

আরও পড়ুন: ভাঙবে না পঞ্চম বিয়ে? তিনদিন ধরে রাজের বাড়িতেই আছেন পরীমণি, তবে এত জলঘোলা কেন!

‘গুনিন’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন রাজ-পরী৷ শ্যুটিং সেটেই প্রেম আর বিয়ে হয় পরীমণি এবং রাজের৷ ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে সেরেছেন তাঁরা। কিন্তু গত জানুয়ারি মাসে তাঁদের আনুষ্ঠানিক বিয়েতে মেতে উঠেছিল বাংলাদেশের তারকারা। গত অগাস্ট মাসেই পুত্রসন্তানের মা হয়েছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেশ কিছুদিন ধরেই তাঁদের মধ্যে সমস্যা চলছিল, কিন্ত একরত্তি সন্তানের জন্য মানিয়ে চলছিলেন তাঁরা। কিন্তু আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন নায়িকা। তাই বছরের শেষে মধ্যরাতে ছেলে কোলে বসুন্ধরার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তার পরেও তাঁদের দাম্পত্যকলহের বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসে। কিন্তু সন্তানের জন্য এক হয়ে যান আবার। পরী ও রাজ তাঁদের ছেলে রাজ্যকে নিয়ে এখন সুখে শান্তিতে সংসার করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pori Moni and Shariful Razz Anniversary: কবুল করিলাম! চিৎকার রাজের, পরীমণির গলায় চুম্বন, বিচ্ছেদে ইতি, অদেখা ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল