ভাঙবে না পঞ্চম বিয়ে? তিনদিন ধরে রাজের বাড়িতেই আছেন পরীমণি, তবে এত জলঘোলা কেন!

Last Updated:
রাজের আগে পরীমণি ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন। যদিও কার সঙ্গে বিয়ে, কার সঙ্গে কেবল বাগদান, তা নিয়ে সংশয় রয়েছে।
1/8
বসুন্ধরাতেই রয়েছেন পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে গত তিন দিন ধরে বসবাস করছেন। তাহলে? এত জলঘোলা কেন? সংসার ত্যাগ করেও ফিরে এলেন কেন পরী? সাংবাদিক সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলবেন বলেও চুপ কেন বাংলাদেশি নায়িকা?
বসুন্ধরাতেই রয়েছেন পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে গত তিন দিন ধরে বসবাস করছেন। তাহলে? এত জলঘোলা কেন? সংসার ত্যাগ করেও ফিরে এলেন কেন পরী? সাংবাদিক সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলবেন বলেও চুপ কেন বাংলাদেশি নায়িকা?
advertisement
2/8
বিভিন্ন প্রশ্ন উঠছে ঢালিউডের তারকা দম্পতি রাজ-পরীকে নিয়ে। কেবল বাংলাদেশ নয়, তোলপাড় এপার বাংলাও। বছরের শেষ দিন ফেসবুকে পোস্ট করে স্বামী ঘর ত্যাগ করে অভিযোগ তুলেছিলেন, 'হাওয়া'র অভিনেতা, তাঁর গায়ে হাত তোলেন। তার পর নানা বিতর্ক তুঙ্গে ওঠে।
বিভিন্ন প্রশ্ন উঠছে ঢালিউডের তারকা দম্পতি রাজ-পরীকে নিয়ে। কেবল বাংলাদেশ নয়, তোলপাড় এপার বাংলাও। বছরের শেষ দিন ফেসবুকে পোস্ট করে স্বামী ঘর ত্যাগ করে অভিযোগ তুলেছিলেন, 'হাওয়া'র অভিনেতা, তাঁর গায়ে হাত তোলেন। তার পর নানা বিতর্ক তুঙ্গে ওঠে।
advertisement
3/8
কখনও শোনা যায়, তাঁরা একসঙ্গে রয়েছেন, কখনও পরীমণি ও রাজ আলাদা আলাদা ভাবে বয়ান দেন, একসঙ্গে ঘর করা আর কোনও দিনও সম্ভব নয়। এরই মাঝে পরী স্বীকার করলেন, রাজের সঙ্গেই রয়েছেন তিনি।
কখনও শোনা যায়, তাঁরা একসঙ্গে রয়েছেন, কখনও পরীমণি ও রাজ আলাদা আলাদা ভাবে বয়ান দেন, একসঙ্গে ঘর করা আর কোনও দিনও সম্ভব নয়। এরই মাঝে পরী স্বীকার করলেন, রাজের সঙ্গেই রয়েছেন তিনি।
advertisement
4/8
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ''আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সবকিছু। এখন এটুকুই বলব।''
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ''আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা একসঙ্গে আছি। তিন দিন ধরে আবারও একই ছাদের নিচে আছি। সবাই ভালোবাসায় রাখবেন। আমি মা হয়েছি, রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্য এখন সবকিছু। এখন এটুকুই বলব।''
advertisement
5/8
তবে কি বাংলাদেশের আর এক নায়িকা শিরিন শিলা সত্যি কথাই বলেছিলেন? দু'দিন আগে তিনি একটি পোস্ট দেন ফেসবুকে, যেখানে দেখা যায়, তিনি তারকা দম্পতির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তাঁরা একইসঙ্গে একই বাড়িতে রয়েছেন। হাসিখুশি আছেন। সেই ভিডিও কলের একটি স্ক্রিনশট পোস্ট করেন ফেসবুকে।
তবে কি বাংলাদেশের আর এক নায়িকা শিরিন শিলা সত্যি কথাই বলেছিলেন? দু'দিন আগে তিনি একটি পোস্ট দেন ফেসবুকে, যেখানে দেখা যায়, তিনি তারকা দম্পতির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। তাঁরা একইসঙ্গে একই বাড়িতে রয়েছেন। হাসিখুশি আছেন। সেই ভিডিও কলের একটি স্ক্রিনশট পোস্ট করেন ফেসবুকে।
advertisement
6/8
সঙ্গে শিরিন লেখেন, 'শুভ কামনা বন্ধু পরীমণি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে, তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।'
সঙ্গে শিরিন লেখেন, 'শুভ কামনা বন্ধু পরীমণি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে, তারা বিষ খেয়ে মরে যাও কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।'
advertisement
7/8
কিন্তু পরে পরী আবার তা অস্বীকারও করেন। এক সংবাদমাধ্যমে জানান, এ তথ্য ভুল। দু'জনের কেউই সংসার জোড়া লাগানোর জন্য চেষ্টা করছেন না। তার পর থেকেই শিরিনের সেই পোস্ট কটাক্ষের শিকার হয়।
কিন্তু পরে পরী আবার তা অস্বীকারও করেন। এক সংবাদমাধ্যমে জানান, এ তথ্য ভুল। দু'জনের কেউই সংসার জোড়া লাগানোর জন্য চেষ্টা করছেন না। তার পর থেকেই শিরিনের সেই পোস্ট কটাক্ষের শিকার হয়।
advertisement
8/8
রাজের আগে পরীমণি ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন। যদিও কার সঙ্গে বিয়ে, কার সঙ্গে কেবল বাগদান, তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু অনেকেরই ধারণা রাজ তাঁর পঞ্চম স্বামী। তাহলে কি ছেলের জন্য বিয়ে টিকে গেল রাজ-পরীর?
রাজের আগে পরীমণি ইসমাইল হোসেন, ফিরদৌস কবীর সৌরভ, তামি হাসান, কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন। যদিও কার সঙ্গে বিয়ে, কার সঙ্গে কেবল বাগদান, তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু অনেকেরই ধারণা রাজ তাঁর পঞ্চম স্বামী। তাহলে কি ছেলের জন্য বিয়ে টিকে গেল রাজ-পরীর?
advertisement
advertisement
advertisement