ছবিতে একটি বিছানা দেখা যাচ্ছে। বালিশ এবং চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে ছিল। যার সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, 'লোডিং'। কিন্তু আর কিছু খোলসা করেননি। পরে অবশ্য আরও একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন। যেখানে তিনি দাবি করেছিলেন, তিনি গার্হস্থ্য হিংসার শিকার। রাজ তাঁর গায়ে হাত তুলেছেন একাধিক বার। প্রশ্ন জেগেছিলন, রাজের মারধরের পরেই আহত হয়েছিলেন কি পরী? তখনই রক্ত পড়েছিল?
advertisement
আরও পড়ুন: আমার বেডরুমটাই সবার মজার পাত্র হয়ে গিয়েছে! পরীমণির সঙ্গে বিচ্ছেদ নিয়ে সরব রাজ
সম্প্রতি বিস্ফোরক তথ্য প্রকাশ করেন রাজ-পরীর পরিচারক এবং পরিচারিকারা। তাঁরা এক সংবাদমাধ্যমে জানান, এক রাতে অ্যাকোয়ারিয়াম ভেঙে যাওয়ার পর ওই রক্তের দাগ লেগেছিল। কিন্তু সেখানেও প্রশ্ন, অ্যাকোয়ারিয়াম ভেঙে যাওয়ার মতো ঘটনা কেন ঘটেছিল? রাজ কি মাথা গরম করে ভেঙেছিলেন? বা সেই রক্ত কার?
আরও পড়ুন: ছেড়ে গিয়েও ফের রাজের কাছে ফিরলেন পরী, হুমকিও অব্যাহত! ওপার বাংলা তোলপাড়
এমনই সময়ে বাংলাদেশের আর এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই রক্ত নাকি রাজেরই। অ্যাকোয়ারিয়াম সরাতে গিয়ে রাজের হাত থেকে পড়ে ভেঙে যায়। তাতেই অভিনেতার হাত কেটে যায়। সেই রক্ত বিছানায় পড়ে। আর এই দাবি করেন দম্পতির বাড়ির ব্যবস্থাপক।
যদিও পরীমণি এই প্রসঙ্গে জানান, সেই দিন তাঁদের বাড়িতে কোনও পরিচারক ছিলেন না। শাশুড়ি নাকি সকলকেই ছুটি দিয়েছিলেন। তাই পরীর দাবি, কারও পক্ষে সেই সময়ে উপস্থিত থেকে ঘটনাটি দেখা সম্ভব নয়।
