TRENDING:

Singer Death: মুহূর্তে সব শেষ...! মাত্র ২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা, বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

Singer Death: ফের দুঃসংবাদ৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল সুরেলা কন্ঠস্বর৷ প্রয়াত হলেন ওড়িশার জনপ্রিয় গায়িকা রুকসানা বানো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওড়িশা: ফের দুঃসংবাদ৷ সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ মাত্র ২৭ বছর বয়সে থেমে গেল সুরেলা কন্ঠস্বর৷ প্রয়াত হলেন ওড়িশার জনপ্রিয় গায়িকা রুকসানা বানো৷ মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল মাত্র ২৭ বছর৷ তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া পড়েছে ওড়িশা ইন্ডাস্ট্রিতে৷
 ২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা
২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা
advertisement

ভুবনেশ্বরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়িকা৷ তবে কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ ১৮ সেপ্টেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর এই আকস্মিক মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা৷ গায়িকার পরিবারেও শোক হাহাকার৷

আরও পড়ুন-হুড়মুড়িয়ে কমবে ইলেকট্রিক বিল! ঘর থেকে সরিয়ে ফেলুন ‘এই’ জিনিসগুলি, মাসে বাঁচবে হাজার হাজার টাকা, একলাফে বিদ্যুতের খরচ অর্ধেক!

advertisement

কী কারণে তিনি মারা গেলেন, তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি৷ হাসপাতাল সূত্রের খবর, স্ক্রাব টাইফাসের চিকিৎসা হচ্ছিল গায়িকার৷ তবে তাঁর পরিবার এই কথা মানতে নারাজ৷ খুব অল্প বয়সেই তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷ ইন্ডাস্ট্রিতেও সেই কারণে তাঁর প্রচুর শত্রু ছিল৷ পরিবার সূত্রের খবর, রুকসানার প্রতিদ্বন্দ্বি পশ্চিম ওড়িশার গায়ক তাঁকে বিষ খাইয়ে খুন করেছে৷ তবে সেই শিল্পীর নাম প্রকাশ্যে আনা হয়নি৷ তাঁর শত্রুরাই তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ রুকসানার মা ও বোনের৷ এর আগেও নাকি খুনের হুমকি পেয়েছিলেন গায়িকা৷

advertisement

আরও পড়ুন- মদের লোভেই করে ফেলেছিলেন…! গোবিন্দা কি জানতেন? অভিনেতার স্ত্রীর ‘এই’ রহস্য জানলে রাতের ঘুম উড়বে আপনারও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গায়িকার বোন সংবাদমাধ্যমকে জানান, প্রায় ১৫ দিন আগে রুকসানা শ্যুটিং করার পর জুস খেয়েছিলেন৷ তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ তারপরই ভুবনেশ্বরে নিয়ে এলেও চিকিৎসায় সাড়া দেননি গায়িকা৷ শেষমেশ অকালে না ফেরার দেশে চলে যান গায়িকা৷ তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer Death: মুহূর্তে সব শেষ...! মাত্র ২৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় গায়িকা, বিষ খাইয়ে খুনের অভিযোগ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল