ঐশ্বর্য ছাড়াও ছবিতে রয়েছেন চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণমকে। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মনের চরিত্রে দেখা যাবে কার্তিকে। ছবিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও।
আরও পড়ুন:মেয়ের সঙ্গে অল্লু অর্জুন! হায়দ্রাবাদে তাঁদের গণেশ বিসর্জনের ছবি ঝড় তুলল সোশ্য়াল মিডিয়ায়
advertisement
রানি বনথির চরিত্রে অভিনয় করবেন শোভিতা। এ ছাড়া কুণ্ডমের চরিত্রে দেখা যাবে তৃষাকে। ট্রেলারে ঐশ্বর্য ও তৃষা দু’জনের লুকেই মুগ্ধ দর্শক। মূলত চোল সাম্রাজ্যের বলিদানের গল্প নিয়ে তৈরি মণিরত্নমের এই ছবি মুক্তি পাবে দু'টি ভাগে। তামিল, তেলগু, হিন্দি, মালায়লম, কন্নড় এই পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে Ponniyin Selvan 1।
মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বর্যের চতূর্থ ছবি। এর আগে মণিরত্নমের ইরুভার, গুরু, ও রাবন ছবিতে কাজ করেছেন ঐশ্বর্য। ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন এআর রহমান। প্রসঙ্গত, রাবণছবির পরে এই ছবিতে দ্বিতীয়বার এক সঙ্গে দেখা যাবে ঐশ্বর্য ও বিক্রমকে।