স্বাতী মিশ্রর মতো আরও একাধিক ভক্ত তাঁদের ভালবাসা প্রদর্শন করেছেন শ্রীরামের প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের প্রশংসা করে সোশ্যাল মিডিয়া এক্স (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ পোস্ট করেছেন।
সম্প্রতি জার্মানির এক গায়িকাও তাঁর ভক্তি প্রদর্শন করলেন এই ভজন গেয়ে। আন্তর্জাতিক গায়িকার গলায় সেই গান শুনে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী। গায়িকার দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, কিন্তু রাম মন্দির উদ্বোধনে নিজেকেও সামিল করেছেন তিনি।
আরও পড়ুন: কয়লা খনি ঘুরে দেখলেন টলি তারকা দেব, ‘খাদান’-এর শ্যুটের জন্য লোকেশন দেখার প্রস্তুতি
গায়িকার নাম, ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান। তিনি ‘রাম আয়েঙ্গে তো অঙ্গনা সাজাউঙ্গি’ গেয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা ছড়িয়ে পড়েছে চারদিকে। ২১ বছরের সেই গায়িকার এমন গায়কীতে মুগ্ধ প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে কাসান্দ্রার প্রশংসা করেছেন তিনি। তার পর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করলেন প্রধানমন্ত্রী।
তিনি লেখেন, ’২২ জানুয়ারির জন্য অপেক্ষা করছে গোটা পৃথিবী। ভজনের এই সংস্করণটি জার্মান গায়িকা ক্যাসান্দ্রা মেই স্পিটম্যানের। ‘মন কি বাত’-এ এঁর কথাই উল্লেখ করেছিলাম একবার। আপনার খুবই ভাল লাগবে শুনে।’ পাশে হ্যাশট্যাগে লেখা ‘শ্রীরাম ভজন’।
ক্যাসান্দ্রা মেই স্পিটম্যান চোখে দেখতে পান না। তার পরেও সঙ্গীতের প্রতি তাঁর সাধনা বাধাপ্রাপ্ত হয়নি। কাসান্দ্রা কখনও ভারতে আসেননি, তা সত্ত্বেও এই দেশের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি।