Actor Dev: কয়লা খনি ঘুরে দেখলেন টলি তারকা দেব, 'খাদান'-এর শ্যুটের জন্য লোকেশন দেখার প্রস্তুতি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Teesta Barman
Last Updated:
Actor Dev: নতুন বছরের শুরুতেই দেব তাঁর ভক্তদের সারপ্রাইজ দিয়েছিলেন। ‘খাদান’ সিনেমার পোস্টার পোস্ট করে ছবির কথা ঘোষণা করেন তিনি।
দুর্গাপুর: ‘খাদান’ শ্যুটিংয়ের জন্য পাণ্ডবেশ্বরের খোট্টার ডিহি কোলিয়ারীর খাদান পরিদর্শনে কয়লা খনি অঞ্চলে পৌঁছলেন টলিউডের অভিনেতা দেব। মঙ্গলবার সকালে নিজের টিম নিয়ে রেইকি করতে গেলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।
নতুন বছরের শুরুতেই দেব তাঁর ভক্তদের সারপ্রাইজ দিয়েছিলেন। ‘খাদান’ সিনেমার পোস্টার পোস্ট করে ছবির কথা ঘোষণা করেন তিনি। প্রকাশ্যে ‘খাদান’-এ কয়লা মাফিয়ার চরিত্রে দেবের ফার্স্ট লুক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারদিকে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে।
advertisement
কয়লা মাফিয়ার চরিত্রে দেবের লুক ভক্তদের তাক লাগিয়ে দিয়েছে। এর মধ্যে পাণ্ডবেশ্বর থানা এলাকায় ইসিএল-এর শোনপুর বাজারি খোলামুখ কয়লা খনি মঙ্গলবার পরিদর্শন করেন বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়ক দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসিএল-এর আধিকারিকরা। খোলামুখ কয়লা খনি দেখতেই তারকার আগমন।
advertisement
আরও পড়ুন: বাংলায় শুরু হল দুর্যোগ! বাড়বে বৃষ্টির পরিমাণ, আবহাওয়ার বড়সড় রদবদল, প্রবল শীতের কামড় আর কদিন!
তারকাকে দেখতে উপচে পড়া ভিড় স্থানীয়দের। বাইরে মোতায়েন ছিল পুলিশি, যাতে সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে।
অর্পণ চক্রবর্তী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2024 1:02 PM IST








