এই ওয়েব সিরিজে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী, সৌরভ দাস, সৃজলা গুহ, রোজা পারমিতা দে, দেবপ্রসাদ হালদার, রাহেলী এবং কাভ্য়া ভৌমিকের মতো অভিনেতা-অভিনেত্রীদের। এর পাশাপাশি ওয়েব সিরিজ ‘পিকাসো’-র চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। আলোকচিত্র গ্রহণ এবং সঙ্গীতের দায়িত্বে আছেন যথাক্রমে সৌম্যদীপ্ত (ভিকি) গুইন এবং মহঃ কালম। এই ওয়েব সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন অভিষেক ও রাজপুত্র। আর ‘পিকাসো’-র সংলাপ লিখেছেন রাজা চন্দ নিজেই।
advertisement
আরও পড়ুন– কাঁচা-পাকা চুল শুধু পুরুষদেরই থাকা উচিৎ? সৌন্দর্যের সংজ্ঞায় বিস্ফোরক অভিনেত্রী
‘পিকাসো’ ওয়েব সিরিজের কাহিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী পলাশ মুখ্যোপাধ্যায়কে ঘিরে আবর্তিত হয়েছে। আর তিনি আদতে উত্তর কলকাতার বাসিন্দা। সকলেই তাঁকে অবশ্য ‘পিকাসো’ নামে চেনেন। ওই চিত্রশিল্পীর সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। ‘পিকাসো’ থুড়ি পলাশ যাঁদের ছবি এঁকেছিলেন, তাঁরা দু’জনেই রহস্যজনক ভাবে মারা যান। এদিকে আবার বন্ধু বিক্রম সেনের কাছ থেকে রহস্যজনক এই ঘটনার খবর পান সাংবাদিক শ্রেয়া। ফলে ঘটনাটি কভার করতে পলাশের কাছে যান তিনি। এই সময়ই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। মারা যান এক উঠতি মডেল। জানা যায়, সেই মডেলের ছবিও এঁকেছিলেন পলাশ। এই ঘটনাকে ঘিরে দানা বাঁধতে থাকে রহস্য। প্রশ্ন উঠতে থাকে যে, একের পর এক মৃত্যুর আড়ালে কোন রহস্য লুকিয়ে রয়েছে? কিংবা এর পিছনে পিকাসোর কি আদৌ হাত রয়েছে?
এবার সেই ছবির ওয়েব সিরিজের পোস্টারই মুক্তি পেয়েছে। যেখানে দেখা মিলল চিত্রশিল্পী পলাশ মুখ্যোপাধ্যায়-রূপী টোটা রায়চৌধুরীর। ক্যানভাসে আঁকা ছবির সামনে আরাম কেদারায় হেলান দিয়ে বসে রয়েছেন তিনি। তাঁর এক হাতে একটি কাগজ আর অন্য হাতে সিগারেট। ঘরের এক পাশের টেবিলে রাখা আঁকার সরঞ্জাম। মোনোটোন এই পোস্টার জুড়েই যেন জমাট বেঁধেছে রহস্য!