পায়েলের ছবিতে অভিনয় করেন ছায়া কদম, দিব্যা প্রভা, কানি কুসরুতি। কানে উপস্থিত ছিলেন তাঁরাও। অল উই ইমাজিন অ্যাজ লাইট সঙ্গেই প্রতিযোগিতায় ছিল আরও ২১টি ছবি। মহম্মদ রসৌলফের দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ, ইয়োর্গোস ল্যান্থিমোসের কাইন্ডস অফ কাইন্ডনেস, শন বেকারের অ্যানোরা, ফ্রান্সিস ফোর্ড কপোলার মেগাপোলিস, জ্যাক অডিয়ার্ডের এমিলিয়া পেরেজ, ক্রিস্টোপ হনরের মার্সোলো মিয়া, মিগ্যুয়েল গোমসের গ্র্যান্ড ট্যুর, ডেভিড ক্রোনেনবার্গের দ্য শ্রাউডস এবং মিশেল হ্যাজানাভিসিয়াসের দ্য মোস্ট প্রিয়াস অফ কার্গোস-এর মতো ছবি।
advertisement
আরও পড়ুন: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া
আরও পড়ুন: শুরু হবে ‘জি লে জারা’র কাজ? প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়াকে নিয়ে বড় ইঙ্গিত ফারহানের
শুধু পায়েলই নন, কলকাতার অনসূয়া সেনগুপ্তও কানে দেশের মুখ উজ্জ্বল করেছেন। প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে পুরস্কার পেয়েছেন। ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেয়েছেন বাঙালি অভিনেত্রী।