কিছু দিন ধরেই এই জুটিকে মুম্বইয়ের নানা রেস্তরাঁয় একসঙ্গে দেখা যেতেই শুরু হয় গুঞ্জন। প্রসঙ্গত রাঘব ও পরিণীতি অনেক দিন ধরেই বন্ধু। তাঁদের পরিবারও একে অপরের পরিচিত। তবে রাঘব ও পরিণীতির তরফে এই গুঞ্জনে এখনও কোনও শিলমোহর পড়েনি।
আরও পড়ুন : বেবিফুড নয়, প্রিয়ঙ্কা চোপড়ার খুদে মেয়ের পছন্দ এই খাবার
advertisement
রবিবার পরিণীতি গিয়েছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। শোনা যাচ্ছে রোকার দিন খুব শিগগিরই পাকা করতে চলেছে দুই পরিবার। অনুরাগীদের ধারণা, বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করতেই গিয়েছিলেন তিনি। এর আগে পরিণীতির জ্যাঠতুতো দিদি প্রিয়ঙ্কা তাঁর রোকার ছবি পোস্ট করেই প্রকাশ্যে এনেছিলেন নিকের সঙ্গে তাঁর সম্পর্ক। শিশুকন্যাকে নিয়ে প্রিয়ঙ্কা ও নিক এখন ঘোর সংসারী। অনুরাগীদের গুঞ্জন, দিদির পথেই পা রাখতে পারেন বোন পরিণীতি।
বিয়ের গুঞ্জনের মধ্যেই পরিণীতি লন্ডনে ছুটি কাটালেন দিদি প্রিয়ঙ্কার সঙ্গে।