TRENDING:

Raghav Chadha, Parineeti Chopra’s Roka: বলিউডে ফের বিয়ের সানাই? পুরনো বন্ধু এই রাজনীতিকের সঙ্গে পরিণীতির রোকার দিন নাকি সামনেই

Last Updated:

Raghav Chadha, Parineeti Chopra’s Roka: দুই পরিবারের তরফেই চলছে রোকার প্রস্তুতি। সেই খবরেই মুখরিত বলিউডের আকাশ বাতাস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডে ফের বিয়ের সানাই নাকি বাজতে চলেছে। অন্তত ইন্ডাস্ট্রির অন্দরমহলে সেরকমই গুঞ্জন। এ বার নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ধা। দুই পরিবারের তরফেই চলছে রোকার প্রস্তুতি। সেই খবরেই মুখরিত বলিউডের আকাশ বাতাস। কিছু দিন ধরেই এই জুটিকে মুম্বইয়ের নানা রেস্তরাঁয় একসঙ্গে দেখা যেতেই শুরু হয় গুঞ্জন। প্রসঙ্গত রাঘব ও পরিণীতি অনেক দিন ধরেই বন্ধু। তাঁদের পরিবারও একে অপরের পরিচিত। তবে রাঘব ও পরিণীতির তরফে এই গুঞ্জনে এখনও কোনও শিলমোহর পড়েনি।
বলিউডে ফের বিয়ের সানাই নাকি বাজতে চলেছে
বলিউডে ফের বিয়ের সানাই নাকি বাজতে চলেছে
advertisement

রবিবার পরিণীতি গিয়েছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে। শোনা যাচ্ছে রোকার দিন খুব শিগগিরই পাকা করতে চলেছে দুই পরিবার। অনুরাগীদের ধারণা, বিশেষ অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করতেই গিয়েছিলেন তিনি। এর আগে পরিণীতির জ্যাঠতুতো দিদি প্রিয়ঙ্কা তাঁর রোকার ছবি পোস্ট করেই প্রকাশ্যে এনেছিলেন নিকের সঙ্গে তাঁর সম্পর্ক। শিশুকন্যাকে নিয়ে প্রিয়ঙ্কা ও নিক এখন ঘোর সংসারী। অনুরাগীদের গুঞ্জন, দিদির পথেই পা রাখতে পারেন বোন পরিণীতি।

advertisement

আরও পড়ুন :  ভাঙা পা নিয়েও অনুরাগের ছোঁয়া-র শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা দিব্যজ্যোতি

সংবাদ মাধ্যমে প্রকাশ, ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে পরিণীতি ও রাঘব এবং তাঁদের পরিবার রাজি থাকলেও রোকার দিন ঠিক করতে সমস্যা দেখা দিচ্ছে। কারণ ব্যক্তিগত কাজের পরিসরে পরিণীতি ও রাঘব দুজনেই ব্যস্ত। লন্ডন স্কুল অব ইকনমিক্সে অনেক দিন একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব এবং পরিণীতি। তাঁদের বন্ধুবান্ধবদের মধ্যে কমন ফ্রেন্ডসও আছেন অনেকে। এখন দেখার তাঁদের রোকার দিন কবে ঠিক হয়। প্রসঙ্গত পঞ্জাবি পরিবারের বিয়েতে রোকা খুবই গুরুত্বপূর্ণ অংশ। সেখানে কার্যত পাকা কথার মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

advertisement

আরও পড়ুন : তান্ত্রিকের পরামর্শ! নৃশংস ভাবে হত্যা করে ১০ বছরের শিশুকে ‘নরবলি’ দিল তার আত্মীয়রাই

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

বলিউডে পরিণীতির প্রথম ছবি 'লেডিস ভার্সাস রিকি বহেল।' তাঁকে শেষ বার দেখা গিয়েছে সুরজ বরজাতিয়ার ছবি 'উঁচাই'-এ। আপাতত পরিণীতি ব্যস্ত চমকিলা ছবির শ্যুটিং পর্বে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raghav Chadha, Parineeti Chopra’s Roka: বলিউডে ফের বিয়ের সানাই? পুরনো বন্ধু এই রাজনীতিকের সঙ্গে পরিণীতির রোকার দিন নাকি সামনেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল