TRENDING:

Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন

Last Updated:

Parineeti Chopra and Raghav Chadha Name Their Baby Boy Neer: পরিণীতি পুত্রসন্তানের নাম ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। বলিউড সেলেবরাও মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

advertisement
মুম্বই: একমাস পর ছেলের প্রথম ঝলক সামনে আনলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা ৷ মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ছবির পাশাপাশি রাঘব-পরিণীতি সামনে আনলেন ছেলের নামও ৷ অগাস্ট মাসে পরিণীতি এবং রাঘব যৌথভাবে জানিয়েছিলেন, তাঁদের প্রথম সন্তান আসার কথা। নিজের পডকাস্ট চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার পেজে কেকের ছবি দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। গত ১৯ অক্টোবর দিল্লির হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি ৷ এবার ছেলের বয়স একমাস হতেই তার প্রথম ঝলক ও নাম প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি ৷
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের
advertisement

আরও পড়ুন– ২২ বছর পর ফুটবলে বাংলাদেশের কাছে ‘লজ্জার’ হার ভারতের, উচ্ছ্বসিত লিটন দাস কী পোস্ট করলেন, দেখুন

এদিন সোশ্যাল মিডিয়ায় পরিণীতি সংস্কৃত শ্লোক উল্লেখ করে ছেলের নামের সঙ্গে পরিচয় করান ৷ অভিনেত্রী লেখেন, ‘‘জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম — তত্র ইভ নীর।’’ এরপর পরিণীতি লেখেন, ‘‘আমাদের হৃদয় জীবনের এক অনন্ত ফোঁটায় শান্তি পেয়েছে ৷ আমরা ওর নাম রেখেছি নীর (Neer)-বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।’’

advertisement

আরও পড়ুন– হতে চেয়েছিলেন ব্যবসায়ী, প্রেমিকার জন্য চিকিৎসক হতে হল, এখন সেই প্রেমিকার বোনের সঙ্গে ঘর করছেন ডা. গুপ্তা !

দীপাবলির আগেই পরিণীতি চোপড়ার কোলে আসে প্রথম সন্তান ৷ বাবা হন আপ নেতা রাঘব ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বেনারস-কলকাতা নয়, এবার কাকদ্বীপে গঙ্গা আরতি! দেখুন ভিডিও
আরও দেখুন

২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। উদয়পুরের লিলা প্যালেসে এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। বলিউড ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে, যার কিছু ঝলক আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল