আরও পড়ুনঃ অজান্তেই দাঁত দুর্বল হয়ে যাচ্ছে! আলিয়া ভাটের পুষ্টিবিদ ব্যাখ্যা করছেন কীভাবে
ফেডারেশনের বিরুদ্ধে যে ১৩ জন পরিচালক হাইকোর্টে মামলা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। নানা ইস্যু নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে বার বার সরব হয়েছিলেন পরমব্রত। অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে তাঁকে কোর্টে শুনানির সময়ও দেখা গিয়েছিল। এখন পরমব্রত বলছেন তিনি আর মামলা মোকদ্দমায় থাকবেন না। আলোচনার মধ্যে দিয়ে সুরাহার পথ খুঁজে নেবেন।
advertisement
অন্যদিকে, এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায় সঞ্চালনা করেছিলেন। শোনা যাচ্ছিল তাঁর উপস্থিতি ভাল চোখে দেখেনি ফেডারেশন। তাই এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও এ বিষয়ে স্বরূপ বিশ্বাস কোনও মন্তব্য করতে নারাজ। কিন্তু পরমব্রত জানালেন এই বিষয়টি তাঁর কানে এসেছে। কিন্তু তাঁর জন্য ফেডারেশন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন না সে বিষয়ে তাঁর কোন ধারণা নেই। তিনি বলেন, ‘এমনটা কাম্য নয়।’
