অঞ্জন দত্তের কথায়, “এটি একটি কাকতালীয় ঘটনা যে পরিচালক পরম সফলভাবে রিনাদি এবং আমাকে ওঁর ছবিতে সহ-অভিনেতা হিসাবে একত্রিত করেছেন।”
পরমব্রত বলেন, “এই ছবির ভাবনা আমার মনের খুব কাছের। অল্প বয়সে আমার বাবা-মাকে হারানো, বয়স্কদের সঙ্গে জড়িত বিষয়গুলি এবং কয়েক দশক ধরে টিকে থাকা সম্পর্কের রসায়ন আমাকে সর্ব সময় আগ্রহী করে তোলে। সেটাই ‘এই রাত তোমর আমার’-এ যথাযথভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছি।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 3:59 PM IST