TRENDING:

Accident: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অক্ষয়-ট্যুইঙ্কেলের গাড়ি! মার্সেডিজ থেকে পর পর ধাক্কা, লাফিয়ে নেমে সাহায্যে ছুটলেন অভিনেতা

Last Updated:

Accident: দুর্ঘটনার কবলে অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি৷ গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খান্নাও৷ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দুর্ঘটনার কবলে অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি৷ গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খান্নাও৷ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায়৷ সোমবার বিদেশে ছুটি কাটিয়ে এয়ারপোর্ট থেকে নিজের জুহুর বাড়িতে ফিরছিলেন অক্ষয় ও ট্যুইঙ্কল৷ ফেরার পথে জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে ঘটে মারাত্মক দুর্ঘটনা৷ তবে স্বস্তির কথা ঘটনায় কোনও আঘাত লাগেনি কারও৷
পরপর ধাক্কা! দুর্ঘটনার কবলে অক্ষয়-ট্যুইঙ্কেলের গাড়ি, লাফিয়ে নেমে সাহায্যে ছোটেন অভিনেতা
পরপর ধাক্কা! দুর্ঘটনার কবলে অক্ষয়-ট্যুইঙ্কেলের গাড়ি, লাফিয়ে নেমে সাহায্যে ছোটেন অভিনেতা
advertisement

সূত্রের খবর অনুযায়ী, অক্ষয়ের গাড়িতে সরাসরি ধাক্কা লাগেনি৷ এক দ্রুতগামী মার্সিডিজ প্রথমে ধাক্কা দেয় একটি অটোরিক্সাকে৷ অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় অক্ষয়ের নিরাপত্তারক্ষীদের কনভয়ে৷ এই কনভয়টি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় অভিনেতার এসইউভিতে৷ পরপর একাধিক গাড়িতে ধাক্কা লাগে সিলভার বিচ ক্যাফের কাছে৷

আরও পড়ুন: সেল্ফ, কিক সব ফেল! ঠান্ডায় বারবার চেষ্টা করেও স্টার্ট নিচ্ছে না বাইক,স্কুটি? ৪ টিপস জানলেই কেল্লাফতে, একবার স্টার্ট দিলেই ছুটবে গাড়ি

advertisement

দুর্ঘটনাটি গুরুতর হলেও এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ নিরাপত্তার গাড়ির নিচে চাপা পড়ে যাওয়ার পর অটো চালক ও যাত্রী কিছু সময়ের জন্য আটকে পড়েছিলেন, তবে অল্প সময়ের মধ্যেই তাঁদের উদ্ধার করা হয়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, অক্ষয় কুমার সঙ্গে সঙ্গে নিজের এসইউভি থেকে নেমে তাঁর টিমের সদস্যদের নিয়ে আহতদের সাহায্যে এগিয়ে যান।

advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িগুলি থামার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত অটোটি ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে যেতে দেখা যায়। অক্ষয় ও তাঁর দলের সদস্যদের অটোটি তুলতে এবং চালক ও যাত্রীকে নিরাপদে বের করে আনতে দেখা যায়, চিকিৎসা সহায়তা পৌঁছানোর আগেই। এক প্রত্যক্ষদর্শী হিন্দুস্তান টাইমস-কে বলেন, “দুর্ঘটনাটি দেখতে খুব ভয় লাগছিল, কিন্তু সৌভাগ্যবশত সবাই নিরাপদ।”

advertisement

আরও পড়ুন: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ

সেরা ভিডিও

আরও দেখুন
অডিটোরিয়ামকে বুড়ো আঙুল দেখিয়ে শ্মশান হল নাটকের মঞ্চ, জেদি তরুণদের অভিনয়ে কাঁপল বাঁকুড়া
আরও দেখুন

দুর্ঘটনায় জড়িত সকলেই, অটো চালক ও যাত্রী-সহ, নিরাপদ আছেন বলে জানা গিয়েছে এবং এখনও পর্যন্ত কোনও গুরুতর আঘাতের খবর নেই। ঘটনাস্থল পরিষ্কার করতে গিয়ে পুলিশ ও স্থানীয়দের তৎপরতার কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Accident: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে অক্ষয়-ট্যুইঙ্কেলের গাড়ি! মার্সেডিজ থেকে পর পর ধাক্কা, লাফিয়ে নেমে সাহায্যে ছুটলেন অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল