শ্রীজাতর প্রথম ছবি মানবজমিন মুক্তি পাচ্ছে আগামী ৬ জানুয়ারি। তার আগেই নতুন ছবির জন্য নায়ক-নায়িকা স্থির করে ফেলেছেন তাঁরা। বহুদিন বাদে আবার পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সরকারকে। পরের বছরের মাঝামাঝি শুরু হবে শ্যুটিং।
শ্রীজাত এই ছবির বিষয়বস্তু সম্পর্কে বললেন, ''কলেজ স্ট্রিট, বইপড়া, বইপাড়া নিয়ে আমার দ্বিতীয় ছবি। এখানে কলকাতার ট্রাম বিশেষ ভূমিকায় আছে। তাই জন্যেই এই ছবির নাম 'চল রাস্তায় সাজি ট্রাম লাইন'। ছবিতে এক কবির গল্প বলা হবে। এর বেশি কিছু প্রকাশ করতে চাইছি না আমরা। আপাতত চিত্রনাট্য লেখার কাজে মন দিয়েছি।''
advertisement
মানবজমিন করে ভাল লেগেছে পরমব্রতর। আবার পরের ছবির কথাবার্তা শুরু। কেমন লাগল এই গল্প? অভিনেতার কথায়, ''শ্রীজাতদার সঙ্গে আমার মানসিকতা মেলে বলেই বিশ্বাস। সত্যি বলতে কী, এই গল্পটা মানবজিনের থেকেও বেশি ভাল লেগেছে। এখনও জানি না, কীভাবে কী শুরু হবে, কিন্তু হবে, এটুকু ভরসা আছে।''
আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়
আরও পড়ুন: সামনেই পঞ্চায়েত নির্বাচন! নয়া প্রতিশ্রুতি দেনুড় গ্রাম পঞ্চায়েত প্রধানের
আরও পড়ুন: পিকনিকে গিয়ে ধুন্ধুমার কাণ্ড! বাবা-ছেলেকে মারধর, পুড়ে ছারখার তাঁত ঘর
সোহিনীর গলায় আগামী ছবি নিয়ে উত্তেজনা স্পষ্ট। সোহিনী বললেন, ''রানাদা এবং শ্রীজাতদার সঙ্গে প্রথমবার কাজ করছি। পরমদার সঙ্গে ২০১৫ সালে 'সিনেমাওয়ালা'-তে কাজ করেছি। প্রায় ৮ বছর পর আবার একসঙ্গে ছবি করব, এটাই খুব আনন্দের। শ্রীজাতদা আমার খুব পছন্দের কবি, তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে আছি।''