মহেশ বলেন, “উনি একজন গায়ক। লাইভ অডিয়েন্সের সামনে গাইতে তিনি অভ্যস্ত। কিন্তু গানটি যে ভাবে দৃশ্যায়নের পরিকল্পনা করা হয়েছিল, তা নিয়ে উনি নিশ্চিত ছিলেন না। আমরা তাঁকে আশ্বাস দিয়েছিলাম যে, তাঁকে পর্দায় নিজের মতোই থাকতে হবে। আমরা তাঁকে অন্য কারও মতো হতে বলিনি। আমি তাঁকে বলেছিলাম, ভেবে নিন আপনি সিঙ্গাপুর বা লন্ডনের মঞ্চে গান গাইছেন। শুধু আমরা সেটা শ্যুট করব।” কোরিওগ্রাফার সরোজ খানের সাহায্যে অবশেষে সেই গানের শ্যুট হয় ।
advertisement
আরও পড়ুন: পৃথিবীর মায়াত্যাগ করে অন্য সুরলোকে! শেষ বারের মতো বাড়ির পথে কিংবদন্তি পঙ্কজ
আরও পড়ুন: কীভাবে মৃত্যু হল পঙ্কজ উধাসের? কোন অসুখে ভুগছিলেন পদ্মশ্রী গজল কিং! জানুন সব ঘটনা
মহেশ আরও বলেন, “আমি সঞ্জয় দত্তের সঙ্গে কথা বলছিলাম। আমরা দু’জনেই দিনগুলির কথা মনে করছিলাম। উনি (পঙ্কজ) বিমানবন্দর থেকে সরাসরি সেটে আসতেন। কোনও রকম বিরতি ছাড়াই শ্যুট করতেন এবং তারপরে শো করার জন্য ফিরে যেতেন। আমি খুব সৌভাগ্যবান যে তাঁর মতো একজন মানুষের সংস্পর্শে আসতে পেরেছি।”
দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন পঙ্কজ। অনেকদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন পদ্মশ্রী প্রাপ্ত সঙ্গীতশিল্পী। বয়সজনিত নানা ধরনের শারীরিক সমস্যাতেও ভুগছিলেন। সূত্রের খবর, কয়েক মাস আগে ক্যানসার ধরা পড়ে শিল্পীর৷ কিন্তু শেষরক্ষা হল না৷ সুরের মায়া কাটিয়ে না ফেরার দেশে পঙ্কজ৷