TRENDING:

Pankaj Tripathi's Father Dies : শ্যুটের মাঝেই খবর এল ‘বাবা নেই’, দিশেহারা পঙ্কজ ত্রিপাঠী ছুটে গেলেন গ্রামের বাড়ি

Last Updated:

Pankaj Tripathi's Father Dies : জানা গিয়েছে, উত্তরাখণ্ডে পঙ্কজের শ্যুটিং চলাকালীন এই দুঃসংবাদ আসে। সঙ্গে সঙ্গেই তিনি সব ছেড়ে গ্রামের উদ্দেশে রওনা হন। তিনিই সৎকার করবেন নিজের বাবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চলে গেলেন পঙ্কজ ত্রিপাঠীর বাবা। সোমবার প্রয়াত হলেন পণ্ডিত বেনারাস তিওয়ারি। মৃত্যুকালে ৯৯ বছর বয়স হয়েছিল পঙ্কজ-পিতার। মিডিয়ায় বিবৃতি জারি করে খবরটি নিশ্চিত করে পঙ্কজের টিম। যদিও মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করা হয়নি। জানা গিয়েছে, পঙ্কজ ইতিমধ্যে গোপালগঞ্জে গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছেন। সেখানেই প্রয়াত বাবার শেষকৃত্য সম্পন্ন হবে।
স্বজনহারা পঙ্কজ, বাবার মৃত্যুর খবর পেয়েই শ্যুট ছেড়ে গ্রামের দিকে ছুটলেন অভিনেতা
স্বজনহারা পঙ্কজ, বাবার মৃত্যুর খবর পেয়েই শ্যুট ছেড়ে গ্রামের দিকে ছুটলেন অভিনেতা
advertisement

বিবৃতিতে লেখা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি প্রয়াত হয়েছেন। ৯৯ বছর ভীষণই সুস্থ জীবনযাপন করেছেন। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে। পঙ্কজ ত্রিপাঠী এই মুহূর্তে গোপালগঞ্জে নিজের গ্রামে দিকে রওনা হয়েছেন।’

জানা গিয়েছে, উত্তরাখণ্ডে পঙ্কজের শ্যুটিং চলাকালীন এই দুঃসংবাদ আসে। সঙ্গে সঙ্গেই তিনি সব ছেড়ে গ্রামের উদ্দেশে রওনা হন। তিনিই সৎকার করবেন নিজের বাবার।

advertisement

আরও পড়ুন: এবার সন্দীপের ‘ফেলুদা’-তে ‘বাহুবলী’র অভিনেতা? ইন্দ্রনীলের সঙ্গে চরণদীপের পর্দা-টক্করের গুঞ্জন

২০১৮ সালে একটি সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, গ্রামে বাবার সঙ্গে মাঠেঘাটে কাজ শিখে বড় হয়েছেন তিনি। পরে পটনা চলে আসার পর অভিনয়ের শখ জাগে তাঁর। এর পরে দিল্লিতে গিয়ে পড়াশোনা শুরু করেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে। ২০০৪ সালে স্নাতক পাশ করে স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দেন পঙ্কজ। তার পর প্রবল স্ট্রাগল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পরের কাহিনি তো সকলেরই জানা। আজ তিনি দেশের অন্যতম সুদক্ষ অভিনেতাদের মধ্যে একজন। আজ সেই পঙ্কজ নিজের বাবাকে হারালেন। শেষবার চোখের দেখা দেখতে ছুটলেন গ্রামের দিকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pankaj Tripathi's Father Dies : শ্যুটের মাঝেই খবর এল ‘বাবা নেই’, দিশেহারা পঙ্কজ ত্রিপাঠী ছুটে গেলেন গ্রামের বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল