TRENDING:

Pankaj Tripathi: ব্যস্ত মুম্বইয়ের বুকে যেন এক টুকরো গ্রাম! পঙ্কজ ত্রিপাঠীর হলিডে হোম ঘুরে দেখুন

Last Updated:

Pankaj Tripathi: সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই হলিডে হোমের কথা জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। শুধু তা-ই নয়, সেই সঙ্গে এই হলিডে হোম ট্যুরও দিয়েছেন অভিনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যস্ততা মুখর যানজটে বিধ্বস্ত শহর মুম্বই যেন সব সময় ছুটে চলেছে। শহরের সেই ব্যস্ততার মাঝেই যেন এক টুকরো ছোট্ট স্বর্গ হয়ে উঠেছে ‘রূপ কথা’! জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর হলিডে হোম! গোটা বাড়িটি এবং তার আশপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে গ্রামের শান্ত-সৌম্য রূপ।
advertisement

সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে এই হলিডে হোমের কথা জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। শুধু তা-ই নয়, সেই সঙ্গে এই হলিডে হোম ট্যুরও দিয়েছেন অভিনেতা। হলিডে হোম ‘রূপ কথা’-র আশপাশের দৃশ্য অপরূপ! সারা বাড়ি জুড়ে চোখে পড়বে গ্রাম্য জীবনের নির্যাস। মাটির উনুন থেকে শুরু করে মাটির বাসনকোসন রেখেছেন অভিনেতা। হলিডে হোমের শুরুতে দেখা যাচ্ছে দু’টি অপূর্ব শিল্পকর্ম – একটি এক খড়্গ বিশিষ্ট গণ্ডার এবং একটি হাতি। আর এই দুই-ই তিনি উপহার হিসাবে পেয়েছিলেন কাজিরাঙা জাতীয় উদ্যানের ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছ থেকে। সেই সঙ্গে পঙ্কজ ত্রিপাঠী মহীশূরের শিল্পীদের তৈরি একটি শিল্পকর্মও দেখিয়েছেন। আর সেই শিল্পীরাই তাঁর বাড়ির রোজউড ডাইনিং টেবিলটিও বানিয়েছেন।

advertisement

রান্নাঘরের দিকে এগিয়ে যান অভিনেতা। সেখানে দেখা যায়, একটি সুবিশাল জানালা। পঙ্কজ জানান যে, তাঁরা পকোড়া বানানোর পরে তা ওই রান্নাঘরের জানালা দিয়ে বাগানে পাঠিয়ে দেন। এ ছাড়া রান্নাঘরে মাটির বাসনকোসনও দেখা যায়। এই প্রসঙ্গে অভিনেতা আবার বলেন যে, তিনি রেফ্রিজারেটরের জলের তুলনায় মাটির বাসনের ঠান্ডা জল বেশি পছন্দ করেন। সব শেষে তিনি রান্নাঘরের মাটির উনুনটিও দেখান। আর বলেন, মূলত খাঁটি ট্র্যাডিশনাল খাবার রান্না করার জন্যই সেটি রাখা হয়েছে। এর পর বাড়ির বাগানটির ঝলকও দেখান অভিনেতা। সবুজে মোড়া বাগানটি সত্যিই দেখার মতো! আম, কাঁঠাল-সহ আরও নানা বড় বড় গাছ রয়েছে। আর ওই বাগানে বসেই পাখি দেখেন অভিনেতা। এ ছাড়া সেখানে ফুটবল খেলেও সময় কাটান তিনি।

advertisement

আরও পড়ুন: কোটি কোটি আয় ‘জওয়ান’-এর! শ্যুট শেষ করে রোজ একটি কাজ করতেন শাহরুখ, ফাঁস সেই তথ্য

আরও পড়ুন: শাহরুখের ‘জওয়ান’-এ মুগ্ধ রাজামৌলী! ‘আপনার থেকেই শিখছি…’, বিশেষ বার্তা বাদশার

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

প্রসঙ্গত, কাজের দুনিয়ায় একের পর এক সাফল্যের স্বাদ উপভোগ করছেন পঙ্কজ ত্রিপাঠী। এই মুহূর্তে তাঁর ‘ওএমজি ২’ দারুণ সাফল্য় পেয়েছে। এর পাশাপাশি ‘মিমি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন। বর্তমানে তাঁর হাতে রয়েছে ‘ফুকরে ৩’, ‘ম্যায় অটল হুঁ’ এবং ‘স্ত্রী ২’-এর মতো ছবির কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pankaj Tripathi: ব্যস্ত মুম্বইয়ের বুকে যেন এক টুকরো গ্রাম! পঙ্কজ ত্রিপাঠীর হলিডে হোম ঘুরে দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল