Jawan Shah Rukh Khan: শাহরুখের 'জওয়ান'-এ মুগ্ধ রাজামৌলী! 'আপনার থেকেই শিখছি...', বিশেষ বার্তা বাদশার

Last Updated:
Jawan Shah Rukh Khan: ইতিমধ্যেই 'জওয়ান' দেখে ফেলেছেন এস এস রাজামৌলী। দক্ষিণের এই পরিচালকের ঝুলিতে রয়েছে 'বাহুবলী', 'আরআরআর'-এর মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
1/4
বলিউডের সিংহাসনে যে চিরকালই তাঁর একাধিপত্য, তা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। শাহরুখ খান। বছরের শুরুতে 'পাঠান'-এর হাত ধরে যে লড়াইয়ের শুরু হয়েছিল, শেষ ভাগে এসে 'জওয়ান' যেন তারই জয়গাথা গাইল। ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে ফেলেছে আতলী কুমার পরিচালিত ছবিটি।
বলিউডের সিংহাসনে যে চিরকালই তাঁর একাধিপত্য, তা আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। শাহরুখ খান। বছরের শুরুতে 'পাঠান'-এর হাত ধরে যে লড়াইয়ের শুরু হয়েছিল, শেষ ভাগে এসে 'জওয়ান' যেন তারই জয়গাথা গাইল। ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে ফেলেছে আতলী কুমার পরিচালিত ছবিটি।
advertisement
2/4
ইতিমধ্যেই 'জওয়ান' দেখে ফেলেছেন এস এস রাজামৌলী। দক্ষিণের এই পরিচালকের ঝুলিতে রয়েছে 'বাহুবলী', 'আরআরআর'-এর মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। বাণিজ্যিক ছবি তৈরির ক্ষেত্রে যে তিনি সিদ্ধহস্ত, বক্স অফিস রেকর্ডই তা বলে দেয় অনায়াসে।
ইতিমধ্যেই 'জওয়ান' দেখে ফেলেছেন এস এস রাজামৌলী। দক্ষিণের এই পরিচালকের ঝুলিতে রয়েছে 'বাহুবলী', 'আরআরআর'-এর মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। বাণিজ্যিক ছবি তৈরির ক্ষেত্রে যে তিনি সিদ্ধহস্ত, বক্স অফিস রেকর্ডই তা বলে দেয় অনায়াসে।
advertisement
3/4
প্রথম দিনেই ভারতে নেট ৭৫ কোটির ব্যবসা করেছে 'জওয়ান'। যা বলিউডের সর্বকালের সেরা ওপেনিং। শাহরুখের ছবি দেখে মুগ্ধ রাজামৌলী। শাহরুখের উদ্দেশ্যে ট্যুইটে লেখেন, 'ঠিক এই কারণেই শাহরুখকে বক্স অফিসের বাদশা বলা হয়। ছবির কী দারুণ ওপেনিং।'
প্রথম দিনেই ভারতে নেট ৭৫ কোটির ব্যবসা করেছে 'জওয়ান'। যা বলিউডের সর্বকালের সেরা ওপেনিং। শাহরুখের ছবি দেখে মুগ্ধ রাজামৌলী। শাহরুখের উদ্দেশ্যে ট্যুইটে লেখেন, 'ঠিক এই কারণেই শাহরুখকে বক্স অফিসের বাদশা বলা হয়। ছবির কী দারুণ ওপেনিং।'
advertisement
4/4
রাজামৌলির এই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। পরিচালকের প্রশংসার উত্তরে তিনি লেখেন, 'আপনাকে অনেক ধন্যবাদ, স্যর। আপনি ছবিতে যে সব সৃষ্টিশীল ইনপুট দেন, সেগুলি থেকেই আমরা শিখছি। যখনই পারবেন, দেখবেন। আমি একজন সফল মাস হিরো (মূলতঃ বাণিজ্যিক ছবির নায়কদের এই নামে ডাকা হয়) জানাবেন। হাহা। অনেক ভালবাসা এবং শ্রদ্ধা আপনার জন্য।"
রাজামৌলির এই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। পরিচালকের প্রশংসার উত্তরে তিনি লেখেন, 'আপনাকে অনেক ধন্যবাদ, স্যর। আপনি ছবিতে যে সব সৃষ্টিশীল ইনপুট দেন, সেগুলি থেকেই আমরা শিখছি। যখনই পারবেন, দেখবেন। আমি একজন সফল মাস হিরো (মূলতঃ বাণিজ্যিক ছবির নায়কদের এই নামে ডাকা হয়) জানাবেন। হাহা। অনেক ভালবাসা এবং শ্রদ্ধা আপনার জন্য।"
advertisement
advertisement
advertisement