Jawan Shah Rukh Khan: শাহরুখের 'জওয়ান'-এ মুগ্ধ রাজামৌলী! 'আপনার থেকেই শিখছি...', বিশেষ বার্তা বাদশার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jawan Shah Rukh Khan: ইতিমধ্যেই 'জওয়ান' দেখে ফেলেছেন এস এস রাজামৌলী। দক্ষিণের এই পরিচালকের ঝুলিতে রয়েছে 'বাহুবলী', 'আরআরআর'-এর মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement
advertisement
advertisement
রাজামৌলির এই ট্যুইট শাহরুখের নজর এড়ায়নি। পরিচালকের প্রশংসার উত্তরে তিনি লেখেন, 'আপনাকে অনেক ধন্যবাদ, স্যর। আপনি ছবিতে যে সব সৃষ্টিশীল ইনপুট দেন, সেগুলি থেকেই আমরা শিখছি। যখনই পারবেন, দেখবেন। আমি একজন সফল মাস হিরো (মূলতঃ বাণিজ্যিক ছবির নায়কদের এই নামে ডাকা হয়) জানাবেন। হাহা। অনেক ভালবাসা এবং শ্রদ্ধা আপনার জন্য।"