Jawan Shah Rukh Khan: কোটি কোটি আয় 'জওয়ান'-এর! শ্যুট শেষ করে রোজ একটি কাজ করতেন শাহরুখ, ফাঁস সেই তথ্য

Last Updated:
Jawan Shah Rukh Khan: শাহরুখ খান যখন মঞ্চ মাতাতেন, নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে থাকতেন তিনি। এজাজ খান। আতলী পরিচালিত 'জওয়ান'-এ যাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয়। এ যেন এজাজের স্বপ্নপূরণ! কেমন ছিল অভিজ্ঞতা? 
1/5
সে বহু বছর আগের কথা। শাহরুখ খান যখন মঞ্চ মাতাতেন, নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে থাকতেন তিনি। এজাজ খান। আতলী পরিচালিত 'জওয়ান'-এ যাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয়। এ যেন এজাজের স্বপ্নপূরণ! কেমন ছিল অভিজ্ঞতা? অভিজ্ঞতা?
সে বহু বছর আগের কথা। শাহরুখ খান যখন মঞ্চ মাতাতেন, নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে থাকতেন তিনি। এজাজ খান। আতলী পরিচালিত 'জওয়ান'-এ যাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। শাহরুখের সঙ্গে একই ছবিতে অভিনয়। এ যেন এজাজের স্বপ্নপূরণ! কেমন ছিল অভিজ্ঞতা? অভিজ্ঞতা?
advertisement
2/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে এজাজ জানান, 'জওয়ান'-এর সেটে প্রত্যেকের সঙ্গে শাহরুখ নিয়মিত কথাবার্তা বলতেন। সহ-অভিনেতা থেকে কলাকুশলী, বাদ থাকতেন না কেউই। এজাজের কথায়, "শাহরুখকে আপনি যতটা ভালবাসবেন, তার থেকে অনেক বেশি ভালবাসা উনি ফিরিয়ে দেবেন। এটাই ওঁর সব চেয়ে ভাল স্বভাব।"
সম্প্রতি এক সাক্ষাৎকারে এজাজ জানান, 'জওয়ান'-এর সেটে প্রত্যেকের সঙ্গে শাহরুখ নিয়মিত কথাবার্তা বলতেন। সহ-অভিনেতা থেকে কলাকুশলী, বাদ থাকতেন না কেউই। এজাজের কথায়, "শাহরুখকে আপনি যতটা ভালবাসবেন, তার থেকে অনেক বেশি ভালবাসা উনি ফিরিয়ে দেবেন। এটাই ওঁর সব চেয়ে ভাল স্বভাব।"
advertisement
3/5
এখানেই থেমে যাননি এজাজ। শাহরুখের প্রশংসা করে তিনি আরও বলেন, "উনি (শাহরুখ) যখন সেটে আসেন, তখন তাড়াহুড়ো করে সবাই শ্যুট শুরু করত। তার পর যখন শ্যুট শেষ হত, উনি জামাকাপড় বদলে আসতেন, তখন সকলের সঙ্গে আলাদা ভাবে কথা বলতেন। তাদের জড়িয়ে ধরতেন। তার পর বাড়ি যেতেন।"
এখানেই থেমে যাননি এজাজ। শাহরুখের প্রশংসা করে তিনি আরও বলেন, "উনি (শাহরুখ) যখন সেটে আসেন, তখন তাড়াহুড়ো করে সবাই শ্যুট শুরু করত। তার পর যখন শ্যুট শেষ হত, উনি জামাকাপড় বদলে আসতেন, তখন সকলের সঙ্গে আলাদা ভাবে কথা বলতেন। তাদের জড়িয়ে ধরতেন। তার পর বাড়ি যেতেন।"
advertisement
4/5
বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে 'জওয়ান'। দু'দিনে ছবিটির আয় ১০০ কোটির বেশি আপ্লুত শাহরুখ অনুরাগীরাও।
বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে 'জওয়ান'। দু'দিনে ছবিটির আয় ১০০ কোটির বেশি আপ্লুত শাহরুখ অনুরাগীরাও।
advertisement
5/5
বছরের শুরুতে 'পাঠান'-এর হাত ধরে যে লড়াই শাহরুখ শুরু করেছিলেন, শেষ ভাগে এসে 'জওয়ান' যেন তারই জয়গাথা গাইল। ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে ফেলেছে আতলী কুমার পরিচালিত ছবিটি।
বছরের শুরুতে 'পাঠান'-এর হাত ধরে যে লড়াই শাহরুখ শুরু করেছিলেন, শেষ ভাগে এসে 'জওয়ান' যেন তারই জয়গাথা গাইল। ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে ফেলেছে আতলী কুমার পরিচালিত ছবিটি।
advertisement
advertisement
advertisement