TRENDING:

Panchayat Season 3: পঞ্চায়েত সিজন ৩ কি হবে না? বড় খবর দিলেন জিতেন্দ্র কুমার

Last Updated:

প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনেও অসাধারণ অভিনয় ও গল্পের ছাপ রেখেছেন নির্মাতারা। (Panchayat Season 3)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: 'পঞ্চায়েত' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে এখন চারিদিকে জয়জয়কার। সাধারণ জীবনের অসাধারণ গল্প নিয়ে পঞ্চায়েত ২-এর গল্প ফের একবার দর্শকের মন ছুঁয়ে নিয়েছে। এই গল্পে দেখা গিয়েছে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব। অ্যামাজন প্রাইমে কয়েকদিন হল মুক্তি পেয়েছে পঞ্চায়েত-২। প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনেও অসাধারণ অভিনয় ও গল্পের ছাপ রেখেছেন নির্মাতারা। (Panchayat Season 3)
Panchayat Season 3
Panchayat Season 3
advertisement

সিজন ২ নিয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন দর্শক। এবার দ্বিতীয় সিজন মুক্তি পেতেই তৃতীয় সিজনের জন্য হা পিত্যেশ। কবে আসবে পঞ্চায়েত ৩? এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন এটিই। পঞ্চায়ত ও কোটা ফ্যাক্টরির মুখ জিতেন্দ্র কুমার এই প্রশ্নের উত্তর দিয়ে জল্পনা উস্কে দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিতেন্দ্র জানিয়েছেন পঞ্চায়েত ৩-এ ভবিষ্যৎ নিয়ে।

advertisement

আরও পড়ুন: শাশুড়ি-জামাইয়ের কথা কাটাকাটি শুরু হতেই একের পর এক কোপ, রক্তাক্ত হাবড়া

অভিনেতা জানিয়েছেন, পঞ্চায়েত ১-এর পর ফের পঞ্চায়েত ২-এ একই রকম অভিনয়ের মান বজায় রাখতে চেয়েছিল গোটা দল। একটি সামান্য গ্রামের পঞ্চায়েতের সদস্য ও তাঁদের নিয়ে আবর্তিত জীবনের গল্প যে দর্শকের মন এমন ভাবে ছুঁয়ে যাবে তা দেখতে পেয়ে দারুণ খুশি সিরিজের কলাকুশলীরা। জিতেন্দ্র জানিয়েছেন, অবশ্যই এই সিরিজের তৃতীয় সিজন আসবে।

advertisement

আরও পড়ুন: নরেন্দ্র মোদি থেকে বরিস জনসন, বিশ্বের এই রাষ্ট্রনেতাদের শিক্ষাগত যোগ্যতা জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ইন্ডাস্ট্রিতে টাইপকাস্টিং নিয়ে মুখ খুলেছেন জিতেন্দ্র কুমার। যদিও পঞ্চায়েত সিজন ৩ নিয়ে অফিশিয়ালি এখনও কোনও ঘোষণা করা হয়নি। তবে শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে ইন্ডাস্ট্রি সূত্রে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Panchayat Season 3: পঞ্চায়েত সিজন ৩ কি হবে না? বড় খবর দিলেন জিতেন্দ্র কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল