Prime Ministers Education Qualification: নরেন্দ্র মোদি থেকে বরিস জনসন, বিশ্বের এই রাষ্ট্রনেতাদের শিক্ষাগত যোগ্যতা জানেন?

Last Updated:
অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বের এই রাষ্ট্রনেতাদের শিক্ষাগত যোগ্যতা কী জানেন? (Prime Ministers Education Qualification)
1/8
কেউ পড়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, কেউ আবার চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে এসেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনায়ক। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বের এই রাষ্ট্রনেতাদের শিক্ষাগত যোগ্যতা কী জানেন? (Prime Ministers Education Qualification)
কেউ পড়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, কেউ আবার চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে এসেছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনায়ক। অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী, বিশ্বের এই রাষ্ট্রনেতাদের শিক্ষাগত যোগ্যতা কী জানেন? (Prime Ministers Education Qualification)
advertisement
2/8
অ্যান্থনি আলবানিজ (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী): অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী নিজের মা ও মায়ের বাবা-মায়ের সঙ্গে সিডনিতে বড় হয়ে উঠেছেন। সেন্ট জোসেফ প্রাইমারি স্কুলে পড়েছেন তিনি, এর পর সেন্টি মেরিজ ক্যাথিড্রাল কলেজে পড়াশোনা করেছেন। ২ বছর কমনওয়েলথ ব্যাঙ্কে চাকরি করেছেন তিনি। সিডনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ছাত্র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। গত ২৩ মে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
অ্যান্থনি আলবানিজ (অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী): অস্ট্রেলিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী নিজের মা ও মায়ের বাবা-মায়ের সঙ্গে সিডনিতে বড় হয়ে উঠেছেন। সেন্ট জোসেফ প্রাইমারি স্কুলে পড়েছেন তিনি, এর পর সেন্টি মেরিজ ক্যাথিড্রাল কলেজে পড়াশোনা করেছেন। ২ বছর কমনওয়েলথ ব্যাঙ্কে চাকরি করেছেন তিনি। সিডনি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ছাত্র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। গত ২৩ মে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।
advertisement
3/8
রেনিল বিক্রমাসিংহে (শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী): ১৯৪৯ সালে জন্ম, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী তিনি। রয়্যাল প্রিপ্যারেটরি স্কুল ও রয়্যাল কলেজে প্রাথমিক ও সেকেন্ডারি পড়াশোনা করেছেন তিনি। আইন নিয়ে এর পর কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। ১৯৭২ সালে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে আইনজীবী নিযুক্ত হয়েছিলেন তিনি। পাঁচ বছর প্র্যাকটিস করেছেন তিনি। এর পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আন্তর্জাতিক পড়াশোনা করেছেন। সাম্মানিক ডাক্তার উপাধি রয়েছে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় থেকে। মানবাধিকার নিয়েও পড়াশোনা করেছেন।
রেনিল বিক্রমাসিংহে (শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী): ১৯৪৯ সালে জন্ম, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী তিনি। রয়্যাল প্রিপ্যারেটরি স্কুল ও রয়্যাল কলেজে প্রাথমিক ও সেকেন্ডারি পড়াশোনা করেছেন তিনি। আইন নিয়ে এর পর কলম্বো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। ১৯৭২ সালে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে আইনজীবী নিযুক্ত হয়েছিলেন তিনি। পাঁচ বছর প্র্যাকটিস করেছেন তিনি। এর পর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আন্তর্জাতিক পড়াশোনা করেছেন। সাম্মানিক ডাক্তার উপাধি রয়েছে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় থেকে। মানবাধিকার নিয়েও পড়াশোনা করেছেন।
advertisement
4/8
জেসিন্ডা আর্ডেন (নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী): হ্যামিল্টনে জন্ম, মরিন্সভিল ও মুরুপারায় বেড়ে ওঠা। সরকারি স্কুল ও মরিন্সভিল কলেজে পড়াশোনা করেছেন। স্কুল বোর্ডের ট্রাস্টির ছাত্র প্রতিনিধি ছিলেন তিনি। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে স্নাতক করেছেন রাজনীতি ও পাবলিক রিলেশন নিয়ে। ২০০১ সালে আরিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে গবেষণা করেছেন।
জেসিন্ডা আর্ডেন (নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী): হ্যামিল্টনে জন্ম, মরিন্সভিল ও মুরুপারায় বেড়ে ওঠা। সরকারি স্কুল ও মরিন্সভিল কলেজে পড়াশোনা করেছেন। স্কুল বোর্ডের ট্রাস্টির ছাত্র প্রতিনিধি ছিলেন তিনি। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে স্নাতক করেছেন রাজনীতি ও পাবলিক রিলেশন নিয়ে। ২০০১ সালে আরিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে গবেষণা করেছেন।
advertisement
5/8
নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী): ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর মেহসানা জেলার ভদনাগরে জন্ম। তখন বম্বেতে ছিল, এখন সেটি গুজরাতে। পরিবারে ছয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা তিনি ভদনাগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বাবার সঙ্গে চা বিক্রির কাজ করতেন। ১৯৬৭ সালে ভদনাগর থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।
নরেন্দ্র মোদি (ভারতের প্রধানমন্ত্রী): ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর মেহসানা জেলার ভদনাগরে জন্ম। তখন বম্বেতে ছিল, এখন সেটি গুজরাতে। পরিবারে ছয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা তিনি ভদনাগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বাবার সঙ্গে চা বিক্রির কাজ করতেন। ১৯৬৭ সালে ভদনাগর থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন।
advertisement
6/8
সানা মারিন (ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী): ১৯৮৫ সালে ১৬ নভেম্বর হেলসিঙ্কিতে জন্ম তাঁর। ২০০৪ সালে পিরক্কলা হাই স্কুল থেকে স্নাতক করেছেন তিনি। ২০০৬ সালে সোশ্যাল ডেমোক্র্যাটিক ইয়ুথে যোগ দেন তিনি, প্রথম ভাইস প্রেসিডেন্ট হন ২০১০ থেকে ২০১২ পর্যন্ত। পড়ার সময় বেকারিতে কাজ করতেন তিনি। টেমপেয়ার বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন তিনি।
সানা মারিন (ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী): ১৯৮৫ সালে ১৬ নভেম্বর হেলসিঙ্কিতে জন্ম তাঁর। ২০০৪ সালে পিরক্কলা হাই স্কুল থেকে স্নাতক করেছেন তিনি। ২০০৬ সালে সোশ্যাল ডেমোক্র্যাটিক ইয়ুথে যোগ দেন তিনি, প্রথম ভাইস প্রেসিডেন্ট হন ২০১০ থেকে ২০১২ পর্যন্ত। পড়ার সময় বেকারিতে কাজ করতেন তিনি। টেমপেয়ার বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন তিনি।
advertisement
7/8
বরিস জনসন (ব্রিটেনের প্রধানমন্ত্রী): ১৯৬৪ সালে ১৯ জুন জন্ম তাঁর। উইন্সফোর্ড ভিলেজ স্কুল এবং পরে লন্ডনের প্রিমরোজ হিল প্রাইমারি স্কুলে পড়েছেন। পরে পরিবার ব্রাসেলসে চলে আসে। সেখানে ইউরোপিয়ান স্কুলে পড়েন তিনি। ইস্ট সাসেক্সে বোর্ডিং স্কুলের অ্যাশডাউন হাউজে পড়েছেন তিনি। এটন কলেজে পড়ার সময় কিংস স্কলারশিপ পেয়েছিলেন, পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তিনি।
বরিস জনসন (ব্রিটেনের প্রধানমন্ত্রী): ১৯৬৪ সালে ১৯ জুন জন্ম তাঁর। উইন্সফোর্ড ভিলেজ স্কুল এবং পরে লন্ডনের প্রিমরোজ হিল প্রাইমারি স্কুলে পড়েছেন। পরে পরিবার ব্রাসেলসে চলে আসে। সেখানে ইউরোপিয়ান স্কুলে পড়েন তিনি। ইস্ট সাসেক্সে বোর্ডিং স্কুলের অ্যাশডাউন হাউজে পড়েছেন তিনি। এটন কলেজে পড়ার সময় কিংস স্কলারশিপ পেয়েছিলেন, পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তিনি।
advertisement
8/8
জাস্টিন ট্রুডো (কানাডার প্রধানমন্ত্রী): ওট্টাওয়া অন্টারিওতে ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর জন্ম। ২০১৫ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী তিনি। জিন-ডে-ব্রিফুতে কলেজের পড়াশোনা করে তিনি ১৯৯৪ সালে ম্যাক গিল বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক করেছেন তিনি। ১৯৯৮ সালে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে বিএড করেছেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে শিক্ষকতা করেছেন তিনি।
জাস্টিন ট্রুডো (কানাডার প্রধানমন্ত্রী): ওট্টাওয়া অন্টারিওতে ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর জন্ম। ২০১৫ সাল থেকে কানাডার প্রধানমন্ত্রী তিনি। জিন-ডে-ব্রিফুতে কলেজের পড়াশোনা করে তিনি ১৯৯৪ সালে ম্যাক গিল বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক করেছেন তিনি। ১৯৯৮ সালে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় থেকে বিএড করেছেন তিনি। রাজনীতিতে যোগ দেওয়ার আগে শিক্ষকতা করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement