TRENDING:

Pallavi Dey’s Past: অতীতে এসেছিল একাধিক সম্পর্ক, প্রেম থিতু হতে পারতেন না তাঁর ছোট মেয়ে, বলেছিলেন পল্লবীর মা

Last Updated:

Pallavi Dey’s Past:

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : পল্লবীর আকস্মিক মৃত্যুতে নতুন করে ভাইরাল হচ্ছে তাঁর পুরনো ভিডিও৷ কোথাও তাঁর নিজের সাক্ষাৎকার, কোথাও বন্ধুর তৈরি ভ্লগ, আবার কোথাও দিদি নাম্বার ওয়ানে তাঁর মায়ের মুখে পল্লবীর ছোটবেলার কথা৷ সামাজিক মাধ্যমে দিদি নাম্বার ওয়ানে পল্লবীর এবং তাঁর মায়ের দু’টি ছবি ক্লিপিংস ভাইরাল৷ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় তাঁর মা সঙ্গীতা দে-এর কাছে জানতে চেয়েছিলেন পল্লবীর শৈশবের কথা৷
advertisement

সঙ্গীতা জানান, স্কুলে তাঁর বড় মেয়ে পৌলমী যেমন খুবই মনোযোগী ছিলেন, পল্লবী ছিলেন দুষ্টু৷ প্রতি বছর নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গেলেও শিক্ষিকারা বলতেন পল্লবী নিজেও পড়ে না, কাউকে পড়তেও দেয় না! এ সব কথাই মজা করে জানিয়েছিলেন সঙ্গীতা৷ তবে একথাও জানাতে ভোলেননি তিনি যে পরে ওই শিক্ষিকারাই আনন্দের সঙ্গে বলতেন যে তাঁরা পল্লবীর অভিনয় দেখছেন টেলিভিশনে৷

advertisement

আরও পড়ুন : অনীকের শ্রদ্ধার্ঘ্য নামেও ‘অপরাজিত’, কাজেও অপরাজিত! জিতুর অভিনয় অতুলনীয়

ছোট থেকেই খুব জেদি এবং খিটখিটে তাঁর ছোট মেয়ে৷ বলেন পল্লবীর মা৷ নিজে যা বলবেন, করবেন সেটাই৷ এরকমই অনড় মনোভাব ছিল পল্লবীর৷ প্রেমের সম্পর্কও নিয়েও খোলাখুলি বলেন সঙ্গীতা৷ জানান, তাঁর মেয়ে একাধিকবার সন্পর্কে জড়িয়ে পড়েছে৷ কিন্তু কোনওটাই স্থায়ী হয়েছিল৷ তাঁর নিজের মনে হয়েছিল পল্লবীর পক্ষে প্রেমে থিতু হওয়া কঠিন৷

advertisement

আরও পড়ুন : ছুটে গিয়ে কেক খাওয়ালেন মাকে, পল্লবীর শেষ জন্মদিনের মুহূর্তে নেটিজেনদের চোখে জল

কারণ পল্লবীর পছন্দ ছিল এমন ছেলে যিনি ওর কথায় উঠবেন এবং বসবেন৷ অর্থাৎ পল্লবীর আদেশ হবে তাঁর শিরোধার্য৷ এমন জামাই কি পাওয়া যাবে? দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে সহাস্যে এই প্রশ্ন করেছিলেন সঙ্গীতা৷ পল্লবীও নিজের জেদের প্রসঙ্গে সমর্থন জানিয়েছিলেন মায়ের বক্তব্যকে৷ একইসঙ্গে এও বলেছিলেন তিনি যদি এই পৃথিবীতে কাউকে ভয় পেয়ে থাকেন, তাহল সেটা তাঁর মাকে৷ এবং মায়ের জন্যই তিনি কেরিয়ার তৈরি করতে পেরেছেন৷ সব কথা শেয়ারও করতেন মায়ের সঙ্গে৷

advertisement

আরও পড়ুন : ‘হয়তো অধিকার ছাড়াই ইন্টারফেয়ার করতাম...’, ‘বোন’ পল্লবীর জন্য বাকরুদ্ধ সোহিনী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিনয়ের আগে পল্লবী কাজ করতেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায়৷ তাঁর কাজে প্রথমে আপত্তি জানিয়েছিলেন বাবা৷ তবে মায়ের সমর্থন প্রথম থেকেই ছিল পরে কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হলে মায়ের মনও খুঁতখুঁত করত৷ দিদি নাম্বার ওয়ান-এর দু’টি এপিসোড থেকে এটা স্পষ্ট যে মায়ের সঙ্গে পল্লবীর সম্পর্ক ছিল বন্ধুর মতো৷ তাহলে কী এমন কষ্ট হল যেটা তিনি মাকেও বলতে পারলেন না? কী করে পারলেন মাকে এমন আঘাত দিতে? উত্তর হাতড়াচ্ছেন ঘনিষ্ঠরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey’s Past: অতীতে এসেছিল একাধিক সম্পর্ক, প্রেম থিতু হতে পারতেন না তাঁর ছোট মেয়ে, বলেছিলেন পল্লবীর মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল