সাগ্নিকের সঙ্গেই ঐন্দ্রিলা মুখোপাধ্যায়কেও দায়ী করছেন সৌমীর মা। সেই বিষয়ে পাল্টা কথা বলেছেন ঐন্দ্রিলাও। পল্লবীর ঘটনায় সাগ্নিকের সঙ্গে তাঁর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা।
আরও পড়ুন- 'পল্লবী সেই রাতে থেকে যেতে বলে'! তার পরে কী হয়েছিল, বললেন ঐন্দ্রিলা
সৌমীর মা ইলা মণ্ডল বলছেন, "সাগ্নিকই পুরোপুরি দায়ী ছিল। ও যে এত বড় ক্ষতি করতে পারে ভাবিনি। তখন আমায় কেউ সাহায্য করেনি। তাই ওর বিরুদ্ধে মামলা করতে পারিনি। ঐন্দ্রিলার সঙ্গে ওর অনেক দিনের সম্পর্ক। বাড়ির পাশেই থাকে। আমার মেয়ে মারা যাওয়ার আগেও ওকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এসেছিল সাগ্নিক।"
advertisement
আরও পড়ুন- সৌমীও আত্মঘাতী সাগ্নিকের জন্য! পল্লবীর মৃত্যু দেখে কী বলছেন সৌমীর মা-বাবা
ঐন্দ্রিলা একদিকে জানিয়েছিলেন, পল্লবীর মাধ্যমেই তিনি চেনেন সাগ্নিককে। কিন্তু সৌমীর মায়ের অভিযোগের পরে তিনি বলছেন, প্রায় ১১বছর ধরে সাগ্নিককে তিনি চেনেন। ঐন্দ্রিলা বলছেন, "সাগ্নিককে আমি বহু বছর ধরেই চিনি। ১১ বছর ধরে পরস্পরের পরিবারকে চিনি। সৌমী যেদিন আত্মঘাতী হয়, খবরটা পেয়ে আমায় সাগ্নিক নিয়ে যায়। আমি সৌমীকে চিনতাম না সরাসরি।"