পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী মাগুনি চরণের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ কুয়ানারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একটি পোস্টও করেছেন৷ পোস্টে লিখেছেন-ওড়িশার কেওনঝাড়ের বাসিন্দা বিখ্যাত পুতুল শিল্পী মাগুনি চরণ কুয়ারের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত৷ গত বছর তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন৷ ঐতিহ্যবাহী পুতুল নাঁচকে তিনি বাঁচিয়ে রেখেছেন৷ তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল৷
advertisement
আরও পড়ুন-আয়রনের খনি! এই ৫ দানাই পুষ্টির পাওয়ার হাউজ, এভাবে খেলেই বুড়ো বয়সেও লোহার মতো মজবুত থাকবে হাড়
২০২৩ সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছিলেন৷ কে এই মাগুনি চরণ? অনেকেই জানেন না তাঁর আসল পরিচয়৷ তিনি হলেন একজন বিখ্যাত পুতুল শিল্পী৷ মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি পুতুল নাচ শেখা শুরু করেন৷ তিনি বিভিন্ন জায়গায় গিয়ে এই পুতুল নাচ দেখাতেন৷ এছাড়াও মাগুনি ভাস্কর ও সংলাপ লেখক হিসেবেও তিনি পরিচিত৷
উল্লেখ্য, ২০২৩ সালে, পুতুল শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য শিল্পের ক্ষেত্রে তাঁর আজীবন অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি পদ্মশ্রী পুরস্কার পান৷