সেরা চলচ্চিত্রের জন্য বার্বি মনোনয়ন পেলেও সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালক বিভাগে মার্গট রবি বা গ্রেটা গারউইগের নাম রাখেনি অ্যাকাডেমি।
অস্কার মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে রায়ান এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছেন, ‘বার্বি না থাকলে কেন্ নেই। এই বছর এতগুলি দুর্দান্ত ছবি রয়েছে তার মধ্যে আমি মনোনয়ন পেয়েছি, এতে সত্যিই সম্মানিত বোধ করছি। আমি সম্মানিত এবং গর্বিত, কেন্ নামক একটি প্লাস্টিকের পুতুলকে চলচ্চিত্রায়িত করার জন্য এই মনোনয়ন পেয়েছি।’
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
‘কিন্তু বার্বি ছাড়া কেন্-এর অস্তিত্বই নেই। গ্রেটা গারউইগ, মার্গট রবি ছাড়া কোন বার্বি ছবিটাই হত না। বিশ্ব নন্দিত এই ছবি, এই ইতিহাস তৈরির সবচেয়ে বেশি দায় ওই দু’টি মানুষের৷ প্রতিভা, দৃঢ়তা ছাড়া চলচ্চিত্রে কারও পক্ষে কোনও স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। আমি হতাশ যে তাঁরা তাদের নিজ নিজ বিভাগে মনোনীত হননি’ সংবাদ মাধ্যমকে বলেছেন রায়ান।
তিনি বলেন, ‘এক জোড়া প্রাণহীন, স্বল্পবাস, ক্রোচলেস পুতুল ছাড়া কিছুই ছাড়া আর কিছুই না আমরা। তবু সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, তারা আমাদের হাসিয়েছে, তারা কাঁদিয়েছে… ইতিহাস তৈরি করেছে। অন্য অত্যন্ত যোগ্য মনোনীতদের সঙ্গেই তাঁদের কাজেরও স্বীকৃতি প্রয়োজন।’
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার! লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ! ঘুরে যাবে ‘খেলা’?
পাশাপাশি তিনি এটাও বলেন, ‘আমি আমেরিকা ফেরেরা এবং অন্য প্রতিভাধর শিল্পীদের জন্য খুব খুশি, যাঁরা এই ধরনের একটি যুগান্তকারী চলচ্চিত্র তৈরিতে তাদের অবদান রেখেছেন।’
একাডেমির ঘোষণা অনুযায়ী, সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নিয়াদ), লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হুলার (অ্যানাটমি অফ এ ফল), কেরি মুলিগান (মায়েস্ট্রো) এবং এমা স্টোন (পুওর থিংস)।
সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন, জাস্টিন ট্রিয়েট (অ্যানাটমি অফ এ ফল), মার্টিন স্কোরসে (কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন), ক্রিস্টোফার নোলান (ওপেনহেইমার), ইয়োর্গোস ল্যান্থিমোস (পুওর থিংস) এবং জোনাথন গ্লেজার (দ্য জোন অফ ইন্টারেস্ট)।