Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার! লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ! ঘুরে যাবে 'খেলা'?

Last Updated:

Mamata Banerjee: বর্ধমান থেকে ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে।

লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল আগেও। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয়।
লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল আগেও। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করেও দেওয়া হয়।
বর্ধমান: বর্ধমান থেকে ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। তবে এরই মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার নতুন করে ১৩ লক্ষ দেওয়া হবে। বার্ধক্য ভাতা নতুন করে ৯ লক্ষ দেওয়া হবে। এবং কন্যাশ্রী নতুন করে ১০ লক্ষ হয়ে ৯৫ লক্ষ হবে।’
দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর লোকসভায় তৃণমূলের নজরে মহিলা ভোট। দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রী’তে আবেদন জানানো মহিলাদের পয়লা ফ্রেব্রুয়ারি থেকে দেওয়া হবে সমস্ত সুবিধা। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ২০২১ সালে এই স্কিম চালু করা হয়।
আরও পড়ুন: ‘আমি রাম-বিরোধী নই, কিন্তু সীতার কথা তো নেই’, পুরনো অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন মমতা!
বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ হল কেন্দ্রীয় সরকার। বলছে বাড়ি বাড়ি পানীয় জল দিচ্ছে। জমি কেনার পয়সা আমাদের। পাইপের রক্ষণাবেক্ষণ আমাদের। আমাদের টাকা নিয়ে যায়। আবার বলছে ঘরে ঘরে জল দিই। মাছের তেলে মাছ ভাজছে।’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘হাজার কোটি টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সার চাল। এই তো হচ্ছে দেশের হাল। এদের আপনারা বিশ্বাস করবেন না। আমরা করি না। ভোটের সময় দাম কমাবে। আর ভোট হয়ে গেলে দাম বাড়িয়ে উসুল করে নেবে।’
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার! লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ! ঘুরে যাবে 'খেলা'?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement