‘ওরা সবাই দুর্গা’। সমাজের বিভিন্ন স্তরের ১০টি বিশেষ পেশার মহিলাদের দুর্গা হয়ে ওঠার গল্প ফুটে উঠল নতুন মিউজিক ভিডিওতে। মুক্তি পেল আজ, ১৮ অক্টোবর। এই কাজটির জন্য বেছে নেওয়া হয়েছে সমাজের বিভিন্ন স্তরের দশ জন নবাগতাকে।
advertisement
শত্রুর বিনাশের জন্য শক্তির প্রয়োগ নয়, প্রয়োজন মানসিক সাহস। সকল নারীর মধ্যেই দুর্গার শক্তি। পরিচালক শান্তনু নন্দীর এই অনবদ্য ভাবনার বহিঃপ্রকাশ ‘ওরা সবাই দুর্গা’ ভিডিওটি।
আরও পড়ুন: নিজের চ্যাট লুকিয়ে রাখতে চান? WhatsApp চ্যাট লক করুন চট করে, দেখুন কীভাবে, এক নজরে
রাহুল প্রোডাকশনসের নিবেদন, ‘ওরা সবাই দুর্গা’। মূল ভাবনা অমিত দাস ও শান্তনু নন্দীর। সঙ্গীত প্রতীক কুণ্ডুর। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা শান্তনু নন্দীর।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 9:18 PM IST