WhatsApp Chat Lock: নিজের চ্যাট লুকিয়ে রাখতে চান? WhatsApp চ্যাট লক করুন চট করে, দেখুন কীভাবে, এক নজরে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp Chat Lock: অন্যের হাতে ফোন পড়লেই আর বাকিটা ব্যক্তিগত থাকে না। এর জন্য ব্যবহার করা উচিত WhatsApp চ্যাট লক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কিত সব খুঁটিনাটি।
অনলাইন সুরক্ষা এবং গোপনীয়তা আমাদের সকলের বাস্তব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য মেটা WhatsApp-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার এনেছে। কিন্তু, তাও অনেক সময় দেখা যায় WhatsApp-এ ইউজারদের চ্যাট নিরাপদ নন। অন্যের হাতে ফোন পড়লেই আর বাকিটা ব্যক্তিগত থাকে না। এর জন্য ব্যবহার করা উচিত WhatsApp চ্যাট লক ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কিত সব খুঁটিনাটি।
advertisement
advertisement
advertisement
WhatsApp এই গোপনীয়তার ফিচারের জন্য আরও বিকল্প রোল আউট করার পরিকল্পনা করেছে, যেমন ইউজাররা যে ব্যক্তিগত চ্যাটগুলি লুকাতে চান, তার জন্য অনন্য পাসওয়ার্ড তৈরি করার ক্ষমতা। ইউজাররা একটি পৃথক লক করা চ্যাট ফোল্ডারে এই ব্যক্তিগত কথোপকথনগুলি দেখতে পারেন৷ কেউ যদি সেই থ্রেডগুলি লক করার বিষয়ে নিজেদের মত বদলান, তিনি একটি সাধারণ টগলের মাধ্যমে সেটিংসটি বদলে নিতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লক করা চ্যাট ফোল্ডার অ্যাক্সেস করতে আঙুলের ছাপ বা ফেস আইডি দিয়ে স্ক্যান করতে হবে। লক করা চ্যাট তালিকা থেকে একটি WhatsApp চ্যাট নির্বাচন করতে হবে এবং প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। chat info settings-এ যেতে আইকনটি সিলেক্ট করতে হবে। এরপর চ্যাট লকে ক্লিক করতে হবে। আঙুলের ছাপ দিয়ে এই চ্যাটটি আনলক করতে হবে। নির্বাচিত প্রমাণীকরণ বা বায়োমেট্রিক পদ্ধতি (আঙুলের ছাপ, মুখ সনাক্তকরণ বা পাসকোড) দিয়ে সেটিংসে পরিবর্তন নিশ্চিত করতে হবে।