TRENDING:

মেয়ের বিয়ে টিকবে না, আগেই বুঝেছিলেন ঈপ্সিতার মা? অর্ণবের সঙ্গে বিয়েতে অমত ছিল কি

Last Updated:

ঈপ্সিতার জীবনে মায়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হল? টিকল না দীর্ঘ সম্পর্ক? টেলিপাড়ার খবর, 'আলতা ফড়িং'-এর খলনায়ক অর্ণব এবং 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র নায়িকা ঈপ্সিতা বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২২-এর জানুয়ারি মাসেই চারহাত এক হয়েছিল যুগলের। প্রেমিক-প্রেমিকা আইনি বিয়ে করে সংসার শুরু করেছিলেন। পরিকল্পনা ছিল, চলতি মাসে অর্থাৎ ২০২২-এরই ডিসেম্বরে রীতি মেনে আনুষ্ঠানিক বিয়ে সারবেন তাঁরা। প্রেম নিয়ে কখনও রাখঢাকও ছিল না ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আইনি বিয়ের ৯ মাসের মধ্যেই ছাদ আলাদা হয়ে গেল টেলিপাড়ার জনপ্রিয় জুটির।
advertisement

সেই গুঞ্জনে যখন টেলিপাড়া সরগরম, তখনই হঠাৎ 'দিদি নম্বর ওয়ান'-এর একটি পর্বের পুরনো এপিসোড ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অর্ণবের নাম না নিয়ে তাঁকে নিয়ে কথা বলছেন ঈপ্সিতা ও তাঁর মা।

আরও পড়ুন: সারা শরীর থেকে ঝরে পড়ছে মুক্তো, মোহময়ী মৌনিকে দেখে হাঁ অনুরাগীরা!

আরও পড়ুন: পারিবারিক বিবাদের জের, প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী

advertisement

২০২১ সালের সেই ভিডিওতে ঈপ্সিতা নিজেত প্রেমজীবন নিয়ে কথা বলছিলেন। গত দু'বছর ধরে তিনি সম্পর্কে রয়েছেন বলে জানান। সেই সময়ে সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কে তাঁর মাকে জিজ্ঞাসা করেন, "আপনার পছন্দ মেয়ের প্রেমিককে?" মায়ের সটান জবাব, "ও যাকে পছন্দ করবে, তাকে পছন্দ করতেই হবে আমায়।" মায়ের উত্তরে অবাক হয়ে যান ঈপ্সিতা, প্রশ্ন করেন, "মা, তোমাকে জোর করে মানতে হয়?" মা আবার রচনাকে বলেন, 'মেয়ে যেটাকে ভাল বলবে, তার পিছনে এমন এমন যুক্তি খাড়া করবে, ভাল বলতেই হবে।"

advertisement

ঈপ্সিতার কথায় স্পষ্ট হয়, তাঁর মা প্রথমে সম্পর্কটা মানতে চাননি। অনেক বোঝানোর পর তিনি রাজি হয়েছেন মেয়ের এই সম্পর্কে। রচনার কথায়, "দু'বছর হয়ে গিয়েছে মানে এই সম্পর্ক টিকে যাবে।" রচনার কথা কেটে ঈপ্সিতার মায়ের বক্তব্য, "আমার কিন্তু মনে হয় না দু'বছর হয়ে গিয়েছে বলে থাকবে।" মায়ের মুখে এই কথা শুনে চমকে যান ঈপ্সিতাও। অবাক হয়ে হেসে ওঠেন রচনাও।

advertisement

আরও পড়ুন: কফি হাউস এখন জেলাতেও, রাজ্যের মধ্যে প্রথম কফি হাউজের ব্রাঞ্চ খুলল এই শহরে

তবে কি ঈপ্সিতার জীবনে মায়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হল? টিকল না দীর্ঘ সম্পর্ক? টেলিপাড়ার খবর, 'আলতা ফড়িং'-এর খলনায়ক অর্ণব এবং 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র নায়িকা ঈপ্সিতা বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন।

advertisement

'আলো ছায়া' ধারাবাহিকের সেটে আলাপ হয়েছিল অর্ণব- ঈপ্সিতার। অর্ণবের বৌদির চরিত্রে দেখা গিয়েছিল ঈপ্সিতাকে। সেই আলাপ থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। তার পর আইনি বিয়ে। কয়েক মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন। যদিও এই বিষয়ে অর্ণব বা ঈপ্সিতা কেউ মুখ খোলেননি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ের বিয়ে টিকবে না, আগেই বুঝেছিলেন ঈপ্সিতার মা? অর্ণবের সঙ্গে বিয়েতে অমত ছিল কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল