Hooghly News|| পারিবারিক বিবাদের জের, প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী

Last Updated:

পারিবারিক বিবাদের জেরে প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন টালিখোলা এলাকায়।

#হুগলি: পারিবারিক বিবাদের জেরে প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন টালিখোলা এলাকায়। বুধবার রাতে বিবাদের সূত্রপাত সেখান থেকেই হাতাহাতিতে গড়ায়। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন পুলিশ কর্মীকে। প্রাক্তন পুলিশ কর্মী পবিত্র কুমার সাহার পরিবারের তরফে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পেয়ে চুঁচুড়া থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশী শৈবাল চ্যাটার্জিকে গ্রেফতার করেন। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী ওই দুই বাড়ির মধ্যে জায়গা জমি নিয়ে বিবাদ লেগেছিল বহু বছর ধরে। বুধবার রাতেও সেই বিবাদ লাগে। প্রতিবেশীর সঙ্গে গাছ কাটা নিয়ে বিবাদের  সূত্রপাত।
আরও পড়ুনঃ মাও আতঙ্কে পর্যটকরা ঢুকতে পারতেন না, ছন্দে ফিরছে পাহাড়-জঙ্গলে ঘেরা পুরুলিয়ার 'এই' লুকনো রত্ন
আহত প্রাক্তন পুলিশ কর্মীর পরিবারের অভিযোগ গতকাল রাতের বিবাদের মাঝে অতর্কিতে ওই প্রতিবেশী এসে ছুরি দিয়ে আঘাত করেন। তারপরই অভিযুক্তর নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে আরও খবর, আহত প্রাক্তন পুলিশ কর্মী পবিত্র সাহা প্রাক্তন পুলিশ কর্তা হওয়ার সুবাদে এলাকায় তাঁর আধিপত্য ছিল। সেই আধিপত্যের ফলে এই প্রতিবেশীদের দমিয়ে রাখতেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালভূমির মাটিতে সুন্দরবন! পর্যটন মানচিত্রে জনপ্রিয়তার শীর্ষে পুরুলিয়ার নয়া এই ডেস্টিনেশন
বুধবার রাতের ঘটনা চরম পরিস্থিতিতে পৌঁছলে হাতাহাতি পর্যন্ত গড়ায় দুই পরিবারের মধ্যে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত শৈবাল চ্যাটার্জিকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। যদিও আহত ব্যক্তির শরীরে কোনও ছুরির আঘাতের চিহ্ন পুলিশ খুঁজে পায়নি। তবে কামড়ে নেওয়ার ফলে কানের বেশ বড় অংশ কেটে বাদ যায়। আহত ব্যক্তি বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News|| পারিবারিক বিবাদের জের, প্রাক্তন পুলিশ কর্মীর কান কামড়ে কেটে দিল প্রতিবেশী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement