Purulia Offbeat Tourism|| মাও আতঙ্কে পর্যটকরা ঢুকতে পারতেন না, ছন্দে ফিরছে পাহাড়-জঙ্গলে ঘেরা পুরুলিয়ার 'এই' লুকনো রত্ন

Last Updated:

Weekend trip to Purulia: শীতের মরসুমে পিকনিকের পাশাপাশি ভ্রমণপিপাসুরা বেরিয়ে পড়ছে  রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মাও আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে জঙ্গলমহলের দুয়ারসিনি। 

+
title=

#পুরুলিয়া: শীতের মরসুম মানেই পুরুলিয়ায় পর্যটকদের ভিড়। পুরুলিয়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ভ্রমণ স্থল। তার মধ্যে অন্যতম বান্দোয়ানের দুয়ারসিনি।
এককালে মাওবাদীদের আতঙ্কে পর্যটক শূন্য হয়ে পড়েছিল এই এলাকা। ধীরে, ধীরে মাও আতঙ্ক কাটিয়ে আবারও পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে দুয়ারসিনিতে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বহু পর্যটকদের দেখা যাচ্ছে দুয়ারসিনিতে পিকনিক করতে ও বেড়াতে আসতে।
আরও পড়ুনঃ মালভূমির মাটিতে সুন্দরবন! পর্যটন মানচিত্রে জনপ্রিয়তার শীর্ষে পুরুলিয়ার নয়া এই ডেস্টিনেশন
ভিন জেলা থেকেও অনেক পর্যটক আসতে শুরু করেছে এখানে। পর্যটনের পরিকাঠামোগত কিছু ঘাটতি থাকার জন্য বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের। এ বিষয়ে সরকার যদি কোন পদক্ষেপ গ্রহণ করে তার আবেদন রেখেছেন দুয়ারসিনিতে বেড়াতে আশা পর্যটকেরা। পাশাপাশি দুয়ারসিনিকে সুন্দরভাবে সাজানোর আবেদন তাঁদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিং-সিকিমে তুষারপাতের সম্ভবনা, আজ মরশুমের শীতলতম দিন
এককালে মাও আতঙ্কে দুয়ারসিনির নাম শুনলে ভয় কেঁপে উঠতেন পর্যটকেরা। প্রায় দিনই রাতের বেলায় শোনা যেত পুলিশের ভারী বুটের শব্দ। সময়ের সঙ্গে সঙ্গে আজ সে সব ঘটনা অতীত হয়েছে। মাও আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে জঙ্গলমহলের দুয়ারসিনিতে। এ বার দুয়ারসিনিতে পরিকাঠামগত উন্নতি কবে হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে ভ্রমণপিপাসু পর্যটকেরা।
advertisement
উল্লেখ্য, দুয়ারসিনি ছিল দক্ষিণ বঙ্গের এক বিশেষ আকর্ষণ। পাহাড়ের ওপর ছিল ভ্রমণার্থীদের থাকার ছোট ছোট কয়েকটা কটেজ। এ ছাড়াও পাহাড় ও পাহাড় ঘেরা জঙ্গল আকৃষ্ট করত ভ্রমণ পিপাসুদের। রাজ্যে অস্থিরতার সময় ওই সমস্ত কটেজগুলো ভেঙে এবং পুড়িয়ে দেয় মাওবাদীরা। দীর্ঘদিন পর্যটক বিমূখ ছিল এই দুয়ারসিনি‌।রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ধীরে ধীরে শান্তি ফিরেছে এলাকায়। ফের আনাগোনা শুরু হয়েছে পর্যটকদের।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia Offbeat Tourism|| মাও আতঙ্কে পর্যটকরা ঢুকতে পারতেন না, ছন্দে ফিরছে পাহাড়-জঙ্গলে ঘেরা পুরুলিয়ার 'এই' লুকনো রত্ন
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement