সে সম্পর্কে নায়িকার টিমের তরফে নিউজ18 বাংলাকে বলা হয়েছে, 'আমরা সরকারি ভাবে এই বিষয়ে এখন কোনও মন্তব্য করতে পারব না। যা জানাবে, চ্যানেল জানাবে।'
তার মানে কি সত্যিই জানানোর কিছু রয়েছে? জল্পনা উস্কে দিল নুসরতের টিম।
আরও পড়ুন: ফুকেতে নুসরত, সত্যিই কি 'বিগ বস' যাচ্ছেন? যা জানাল নায়িকার টিম
advertisement
নুসরত এই মুহূর্তে ফুকেতে আছেন গানের ভিডিও শ্যুটের জন্য। সেখান থেকে বিকিনি পরা ছবি পোস্ট করে মুগ্ধ করেছেন অনুরাগীদের।
'বিগ বিস'-এ যাওয়ার জল্পনার আগুনে ঘি পড়তেই নানা দিক থেকে প্রশ্ন উঠছে, তবে কি নায়িকা তাঁর এক বছরের সন্তান ঈশানকে রেখে তিন মাসের জন্য বাইরে চলে যাবেন? ঈশান কি মা-ছাড়া থাকবে এই কয়েক মাস?
নায়িকারা মা হওয়ার সঙ্গে সঙ্গেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। মাতৃত্ব এবং পেশার দ্বন্দ্ব নিয়ে তোলপাড় হয়ে যায় সমাজ। তাঁদের দু'টি সত্তার কথা যেন মেনেই নিতে পারে না অনেকে।
আরও পড়ুন: 'বিতর্কের সাগরে' ডুব দিতে চলেছেন নুসরত জাহান? যেতে পারেন বিগ বসের ঘরে!
একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আলিয়া ভাটও৷ মা হওয়ার আগে থেকেই তাঁর কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়। ইনস্টাগ্রামে একটি লেখা লিখে সপাটে জবাব দিয়েছিলেন নায়িকা, 'আমরা এখনও পুরুষতান্ত্রিক পৃথিবীতে বাস করি। সকলকে জানিয়ে দিই, কোনও কাজ পিছিয়ে দেওয়া হয়নি। কেউ কাউকে কোথাও থেকে কোথাও নিয়ে যাচ্ছে না। বা তুলতে আসছে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার মোটেও বিশ্রামের দরকার নেই। ২০২২ সালে আমরা কি দয়া করে এই প্রাচীন চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারি?'
একই ভাবে নুসরতের ঘনিষ্ঠ মহল এই প্রশ্নের উত্তর দিলেন। তাঁর কথায়, "নুসরত গৃহবধূ নয়। বাইরে কাজ করতে যেতেই হবে। 'বিগ বস'- এ যাচ্ছেন কিনা সে বিষয়ে কোনও তথ্য নেই আমার কাছে। কিন্তু এ কথা বলতে পারি৷ ঈশানের বাবা আছেন। যশ অত্যন্ত দায়িত্ববান এক জন বাবা। নিজেদের দুই ছেলেরই (ঈশান এবং যশের আগের পক্ষের ছেলে দু'জনেরই দায়িত্ব নিয়েছেন 'যশরত') যত্ন নিতে পারেন তিনি। যদি নুসরতকে কাজের সূত্রে বেশ কিছু দিন বাইরেও থাকতে হয়, তাও যশ সবটা সামলে নেওয়ার ক্ষমতা রাখেন।"
অর্থাৎ তিন মাসের জন্য যদি নুসরত সলমনের রিয়্যালিটি শো-তে বাইরেও থাকেন, যশ তাঁদের দুই সন্তানেত যত্ন রাখবেন। মা এবং বাবা তাঁদের সমস্ত দায়িত্ব বুঝেই এই সিদ্ধান্ত নেবেন।