'বিতর্কের সাগরে' ডুব দিতে চলেছেন নুসরত জাহান? যেতে পারেন বিগ বসের ঘরে!

Last Updated:

বহু আলোচনা, সমালোচনা, প্রেম, সম্পর্ক, ঝগড়া সর্বোপরি বিতর্কের শিরোমণি এই শো বরাবরই দর্শকদের হট ফেভারিট।

নুসরত জাহান
নুসরত জাহান
#কলকাতা: টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগ বস'। আর কিছুদিনের মধ্যেই আসছে সলমান খান সঞ্চালিত এই শো-এর ১৬ তম সিজন। প্রতিবারই বিগ বসের প্রতিযোগী তালিকা নিয়ে দর্শকমহলে খুবই আগ্রহ থাকে। এবছরও তার অন্যথা হয়নি। বহু আলোচনা, সমালোচনা, প্রেম, সম্পর্ক, ঝগড়া সর্বোপরি বিতর্কের শিরোমণি এই শো বরাবরই দর্শকদের হট ফেভারিট।
বলিউড সূত্রে খবর, এবারের বিগ বস সিজন ১৬-তে নাকি প্রতিযোগী হিসেবে দেখা যাবে নুসরত জাহানকে। বাংলার জনপ্রিয় অভিনেত্রী, তৃণমূল কংগ্রেস সাংসদকে সলমান খানের বিস বসের ঘরে দেখতে পাওয়া যাবে। যদিও নুসরতের পক্ষ থেকে এখনও এই খবরের কোনও নিশ্চিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোথাও এ নিয়ে কোনও মন্তব্যই করেননি নায়িকা। তবে সূত্রের খবর, ভক্তদের চমকে দিতেই নুসরতের এই চুপ থাকা।
advertisement
আরও পড়ুন: ফের কাশ্মীরে 'টার্গেট কিলিং'-এর চেষ্টা, এবার জঙ্গিদের গুলি বাংলার শ্রমিককে
কর্ম থেকে ব্যাক্তিগত জীবন, বারবার সাংবাদের শিরোনামে থাকেন নুসরত। অন্যদিকে 'বিগ বস' নিয়েও কম বিতর্ক হয় না। তাই এই দুই 'বিতর্ক' এক জায়গায় হলে, দর্শকের যে এই শো আরও বেশি ভাল লাগবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
advertisement
আরও পড়ুন: যে যাই বলুক, জুনের পাশেই দিদি! শ্রীকান্তকে বার্তা দিয়ে বিধায়িকা হলেন সঞ্চালিকাও
নুসরতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বই রওনা দিয়েছেন তিনি। আর বিগ বসের গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরতও খুব শীঘ্রই পাড়ি দেবেন মুম্বইতে। সেক্ষেত্রে একরত্তি ছেলেকে কে দেখভাল করবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে অভিনেতা বাবা-মাকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'বিতর্কের সাগরে' ডুব দিতে চলেছেন নুসরত জাহান? যেতে পারেন বিগ বসের ঘরে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement