যে যাই বলুক, জুনের পাশেই দিদি! শ্রীকান্তকে বার্তা দিয়ে বিধায়িকা হলেন সঞ্চালিকাও

Last Updated:

জেলার অনুষ্ঠানে যোগ দিলেন শ্রীকান্ত মাহাতো। 

জুন মালিয়া
জুন মালিয়া
#কলকাতা: UNESCO-কে ধন্যবাদ জানানোর বর্ণাঢ্য শোভাযাত্রায় সঞ্চালক হিসাবে দেখা গেল বিধায়ক-অভিনেত্রী জুন মালিয়াকে। গত কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলের চর্চায় জুন মালিয়া। বিশেষ করে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে। একদিকে মূল অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে যখন মুখ্যমন্ত্রীর পাশে দেখা গেল জুন মালিয়াকে। তখন অবশ্য জেলায় ছিলেন ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। এই দুই জনকে নিয়ে তাই চর্চা চলল পুজোর অনুষ্ঠানের মধ্যেও।
জুন মালিয়া অবশ্য, ট্যুইট করে জানিয়েছেন, এত বড় একটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তাকে দেওয়ায় তিনি গর্বিত। দলের তারকা সাংসদ এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে ভর্ৎসিত হয়েছেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো৷  রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রীকে সতর্ক করে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: নতুন টিমের হাতে গুরুতর 'প্রমাণ', অভিষেককে চাপে ফেলতে প্রস্তুত ইডি! তৃণমূলে উদ্বেগ
প্রসঙ্গত, কয়েকদিন আগেই শ্রীকান্তর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিও-তে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, জুন মালিয়াদের মতো তৃণমূলের তারকা সাংসদ, বিধায়কদের নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিলেন শ্রীকান্ত৷ ভাইরাল ভিডিও-তে শ্রীকান্তকে বলতে শোনা যায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীদের অনেক বার বলেছি৷ দেবাদি দেব, মিমি, নুসরত, সন্ধ্যা রায়, জুন মালিয়া যাঁরা টাকা লুটেপুটে খাচ্ছে, দল তাঁদের কথাই শুনছে৷ ভাল লোকের কথা শুনছে না৷ ওঁরাই নাকি দলের সম্পদ৷ চোর ডাকাতরা যদি দলের সম্পদ হয়, তাহলে তো সেই পার্টি করা যাবে না৷ পার্টি তো চোর, ডাকাতের কথা শুনবে, ভাল লোকের কথা শুনবে না৷ লোকে তো বলছে এই ক্যাবিনেটের সবাই চোর৷ তাহলে আপনাকে পথ দেখাতে হবে৷ হয় আশ্রমে চলে যেতে হবে, নাহলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে৷'
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: 'এবার ওঁর ২ বছরের ছেলেকেও নোটিস দেবে', অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতার বড় বার্তা
এই মন্তব্যের জন্য আগেই শ্রীকান্তকে শো কজ করেছিল দল৷ জানা গিয়েছে, শ্রীকান্তর নিরাপত্তাও কমিয়ে দিয়েছে রাজ্য সরকার৷ সূত্রের খবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রীকান্তকে ধমক দিয়ে বলেন, 'দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে। এতে মন্ত্রিসভার ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ সিনিয়রদের সন্মান দাও। যাঁদের সম্পর্কে বলছে তারা তোমার থেকে বড়ো।বড়ো দের সন্মান দাও।' একই সাথে জুনের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে শ্রীকান্তকে। এসএসসি দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ যে কারণে তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারিত করেছেন মুখ্যমন্ত্রী৷ গ্রেফতার হয়েছেন শাসক দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল৷ রাজ্যের একাধিক মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়েও মামলা দায়ের হয়েছে৷ এই অবস্থায় দুর্নীতি ইস্যুতে যথেষ্ট চাপে তৃণমূল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
যে যাই বলুক, জুনের পাশেই দিদি! শ্রীকান্তকে বার্তা দিয়ে বিধায়িকা হলেন সঞ্চালিকাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement