নেটমাধ্যমে একটি বিবৃতি জারি করে নুসরত লেখেন, 'তিন বছর আগে আজকের দিনে আমরা বাগদানের কথা ঘোষণা করেছিলাম। অনেক বাধাবিপত্তি পেরিয়ে ন'বছরের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভাগ্যবান যে, আমাদের অসাধারণ একটা বন্ধুত্ব আছে। এই বন্ধুত্ব আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার পাশে থাকার আবেদন করছি।'
advertisement
আরও পড়ুন: স্বামী শরিফুল রাজ তবে অতীত? নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনলেন পরীমণি
আরও পড়ুন: গঙ্গায় মিশে যাচ্ছে ছুরিকাহতের রক্ত! কোন পথে ছড়াবে ত্রাস, জানতে দেখতে হবে ‘বারাণসী জংশন’
এক বন্ধুর মারফৎ রনি রিয়াদ রশিদের সঙ্গে আলাপ নুসরতের। সেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। রনি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। সাত বছর সম্পর্কে থাকার পর ২০২০ সালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন তাঁরা। কিন্তু শেষমেশ সেই সম্পর্কে ইতি টানলেন তাঁরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সে বিষয়ে যদি এখনও কিছু জানা যায়নি।
টলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবি করেছেন নুসরত। অঙ্কুশের সঙ্গে জুটি জনপ্রিয়। দিন কয়েক আগেই 'বিবাহ অভিযান ২'-এর শ্যুটে ব্যাংকক উড়ে গিয়েছিলেন তিনি।