Varanasi Junction: গঙ্গায় মিশে যাচ্ছে ছুরিকাহতের রক্ত! কোন পথে ছড়াবে ত্রাস, জানতে দেখতে হবে ‘বারাণসী জংশন’
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আসছে নতুন ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন’। সম্প্রতি সে ছবির টিজার প্রকাশিত হয়েছে। এর আগে বেনারসের ঘাট আর রক্তাক্ত ছুরির মধ্যে ফুটে ওঠা রহস্যময় মুখ দিয়ে প্রকাশ পেয়েছিল প্রথম পোস্টার।
কলকাতা: গঙ্গার পাড়ে জমে থাকা অন্ধকার চিরে লেলিহান হয় চিতা। সেই গঙ্গার বুকের উপরেই আবার ডানা মেলে উড়তে থাকে পাখি, মানুষ ভাসিয়ে দেয় প্রদীপ, কোনও মনস্কামনা পূরণের আশায়। সারি সারি সিঁড়ি জলের বুক থেকে উঠে মিলিয়ে যায় কোনও গলির ভিতর। এক সময় শশীবাবুর রক্তে রাঙা হয়ে উঠেছিল এমনই একখানা গলি, কাশীর গলি।
বহু বছর পর বাঙালির রুপোলি ক্যামেরা আবার কাশীর গলিতে খুঁজে ফিরছে খুনে অপরাধীকে। KLiKK Originals-এ আসছে নতুন ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন’। সম্প্রতি সে ছবির টিজার প্রকাশিত হয়েছে। এর আগে বেনারসের ঘাট আর রক্তাক্ত ছুরির মধ্যে ফুটে ওঠা রহস্যময় মুখ দিয়ে প্রকাশ পেয়েছিল প্রথম পোস্টার।
শান্ত বেনারসের এমন রক্তাক্ত আবহ নিয়ে আসছে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ওয়েব সিরিজ। কাহিনী এবং পরিচালনার ভার অর্ণব নিজের হাতেই রেখেছেন। এমাসেই ‘KLiKK’-এ আসছে ‘বারাণসী জংশন’। গল্পের সত্যতা নিয়েও একটা ইঙ্গিত রয়েছে। কাশীতে একটি মৃত্যুর ঘটনাকে বেশ খানিকটা অবলম্বন করা হয়েছে বলে দাবি।
advertisement
advertisement
কাহিনির একেবারে শুরুতেই নিখোঁজ হয়ে যান এক ইউটিউব ব্লগার। সেই যুবকের খোঁজ করতে বেরিয়েই ভয়ানক নানা বিপদের মুখে পড়েন এক মহিলা সাংবাদিক। স্বেচ্ছা অনুসন্ধানের সেই সূত্র ধরেই অন্ধকার জগতে পা রাখেন তিনি। আর বুঝতে পারেন প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু তিনিই। চেনা শহর অচেনা হয়ে যেতে শুরু করে ক্রমশ। ধর্মের আলো নিভে যায় অধর্মের অন্ধকারে। ভরসার সব দরজা একে একে বন্ধ হতে থাকে।
advertisement
শেষ পর্যন্ত কি ওই সাংবাদিক বেরোতে পারবেন এই পাপ চক্রান্ত থেকে! অন্ধকার কেটে কি আলো দেখা যাবে। সেসব প্রশ্নেরই উত্তর মিলবে KLiKK-এর পরবর্তী ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন’-এ।
advertisement
এই ছবির সব থেকে বড় আকর্ষণ হল এর শ্যুটিং পদ্ধতি ও মাধ্যম। বেনারসের অলিতে গলিতে ঘুরে শ্যুট করা এছবির প্রতিটি দৃশ্য গৃহীত হয়েছে মোবাইল ফোনের ক্যামেরায়।

অমৃতা চট্টোপাধ্যায়, জিৎসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধীষ চৌধুরি, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জায়গিরদার, মহম্মদ করিম, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনীত ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। যথেষ্ট উত্তেজিত পরিচালক অর্ণবও। তিনি বলেন, ‘‘ক্লিকের সঙ্গে এটি আমার প্রথম অ্যাডভেঞ্চার। বারাণসী জংশন আমার জীবনের সেরা অভিজ্ঞতা। এই প্রথম অমৃতা কোনও ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছে, দুর্দান্ত। জিৎসুন্দর চক্রবর্তী-সহ অন্যদের অভিনয়ও দেখার মতো।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 3:22 PM IST