আরও পড়ুন: টানা দু'মাসের লম্বা ছুটি নিয়ে হানিমুনে যাবেন ভি-ক্যাট! কোথায় আর কবে জানেন?
আরজে সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানান, নাচের সিকোয়েন্সটায় তিনি যে পোশাক পরেছিলেন, তা মোটেই পছন্দ হয়নি তাঁর পরিবারের। প্রসঙ্গত, ডান্স সিকোয়েন্সটায় নুসরত পরেছিলেন হাঁটু পর্যন্ত চেরা একটা লাল স্কার্টের সঙ্গে লাল ব্রালেট।
যেদিন মিউজিক ভিডিওটি লঞ্চ করে, মা, বাবা আর ঠাকুমার সঙ্গে দেখতে বসেছিলেন নুসরত। নুসরতের ভাষায়, '' মা-ঠাকুমা নাচটা দেখে বিরক্ত হয়ে আমায় জিজ্ঞেস করেছিল, তুমি কী ব্রা পরেছ?'' নুসরতের উত্তর ছিল, '' ওটা ব্রা নয়, ব্রালেট! আজকাল এটা ফ্যাশন, অনেকেই পরে!'' কিন্তু নুসরতের যুক্তিতে চিড়ে ভেজে না! 'ব্রালেট' পা মেয়েকে দেখে মা-ঠাকুমার রাগ মোটেই কমে না!
advertisement
নুসরত আরও জানান, '' ব্রালেট-টা ভাল কাজ করেছিল! আমায় দেখতে ভাল লাগছিল, সবাই বলেছিল! গানটাও হিট করে! আসলে র্দশকও আজকাল বোঝে, সিনেমায় অহেতুক কোনও কিছু করা হয়, যেটুকু প্রয়োজন, সেটুকুই দেখানো হয়। ওই গানটায় ব্রালেট-টা অপরিহার্য ছিল, তাই পরেছি!''
আরও পড়ুন:'আমাদেরকে না ডাকলে...' ভিকি-ক্যাটরিনার বিয়েতে বাজিমাত করল কন্ডোম কোম্পানি
কজের জায়গায় ভালই ব্যস্ত রয়েছেন নুসরত। আগামীতে দদেকা যাবে 'হুরদং' ছবিতে, সানি সং আর বিজয় বর্মার বিপরীতে। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, জ্যাকলিন-ও।