TRENDING:

রণবীর, হৃতিকদের ছাপিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা? ব্রহ্মাস্ত্র ২-এর মুখ্য চরিত্রে কে

Last Updated:

পুরাণের সঙ্গে ফ্যান্টাসিকে মিলিয়ে ব্রহ্মাস্ত্রের গল্প বুনেছিলেন অয়ন। রণবীর এবং আলিয়া ভাট ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বক্স অফিসে 'ব্রহ্মাস্ত্র'-এর ভাঁড়ার ভরেছে। নিশ্চিন্ত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বিশ্ব জুড়ে প্রায় ৪২৫ কোটির ব্য়বসা করেছে তাঁর বহু সাধনার ধন। তবে সাফল্যের জোয়ারে গা ভাসানোর দিন শেষ। এ বার দামী এই ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তি তৈরির পরিকল্পনা শুরু।
advertisement

ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবায় মুখ্য় চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। দ্বিতীয় কিস্তির গল্প যদিও কাপুর-সন্তানকে ঘিরে আবর্তিত হবে না । ব্রহ্মাস্ত্র ২-এর কেন্দ্রে থাকবে দেব। কিন্তু কোন অভিনেতাকে দেখা যাবে সেই চরিত্রে ? এখনও পর্যন্ত বলিউডের একাধিক অভিনেতার নাম উঠে এসেছে। রণবীর সিং, হৃতিক রোশনের মতো প্রথম সারির তারকারা রয়েছেন সেই তালিকায়। তবে এই হেভিওয়েট নামগুলিকে ছাপিয়ে যেতে পারেন এক দক্ষিণী অভিনেতা। গুঞ্জন, দেবের চরিত্রে দেখা যেতে পারে কেজিএফ-এর যশকে।

advertisement

আরও পড়ুন: চোখের ইশারায় কুপোকাত করেছিলেন প্রিয়া! এই দৌড়ে পিছিয়ে নেই বলিসুন্দরীরাও

আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা

এ বিষয়ে কী বলছেন পরিচালক স্বয়ং?

অয়নের কথায়, "আমার যশকে দারুণ লাগে। ওকে দেবের চরিত্রে ভালো লাগবে। রণবীর সিংকে নিয়েও একই গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও কিছু বলতে পারব না। ঠিক সময়ে দেবের গল্প প্রকাশ্যে আসবে। সেটাই আসল মজা।"

advertisement

পুরাণের সঙ্গে ফ্যান্টাসিকে মিলিয়ে ব্রহ্মাস্ত্রের গল্প বুনেছিলেন অয়ন। রণবীর এবং আলিয়া ভাট ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন। এত কিছুর সঙ্গেই বাড়তি পাওনা হিসেবে ছিল শাহরুখ খানের ক্যামিও। মাত্র কয়েক মিনিটেই পর্দায় জাদুকাঠি ছুঁইয়েছেন বাদশা। আপ্লুত দর্শক।

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

প্রথম কিস্তির ঘোর কাটতেই ব্রহ্মাস্ত্র ২ নিয়ে কৌতুহল হয়েছে গাঢ়। কাকে দেখা যাবে দেবের চরিত্রে? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে বলিউড।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর, হৃতিকদের ছাপিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা? ব্রহ্মাস্ত্র ২-এর মুখ্য চরিত্রে কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল