প্রসঙ্গত আটের দশকের শেষ দিকে বি আর চোপড়ার আইকনিক ধারাবাহিক ‘মহাভারত’-এর সুবাদে ‘শ্রীকৃষ্ণ’ হিসেবে পরিচিত হন নীতীশ। ভারতীয় দূরদর্শনের মাইলফলক ধারাবাহিক ‘মহাভারত’-এ ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন নীতীশ। পর্দায় তাঁর স্মিতহাস্য মুখের উপস্থিতি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি ওয়েবসিরিজ়ে অভিনয় করেছেন নীতীশ। এ ছাড়াও ‘মহেঞ্জোদাড়ো’ এবং ‘কেদারনাথ’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : গুড়ের পাকে বাদাম চাক কি ব্লাড সুগারে খাওয়া যায়? নাকি চরম ক্ষতিকর? জানুন ভালমন্দ
তবে ব্যক্তিগত জীবনে বার বার ক্ষতবিক্ষত হয়েছেন নীতীশ। ১৯৯১ সালে তিনি বিয়ে করেছিলেন মনীষা পাটিলকে। বিয়ের ১৪ বছর পর ভেঙে যায় দাম্পত্য। তাঁদের দুই সন্তান বর্তমানে মনীষার সঙ্গে ইংল্যান্ডবাসী। প্রথম বিয়ে ভাঙার ৪ বছর পর স্মিতাকে বিয়ে করেন নীতীশ। কিন্তু এই দাম্পত্যও দীর্ঘ স্থায়ী হল না। ২০১৯ সালে ভেঙে যায় নীতীশের দ্বিতীয় বিয়েও। তাঁদের ১১ বছর বয়সি দুই যমজ মেয়ে এখন থাকে স্মিতার কাছে। শোনা যায়, দুই মেয়েকে নিয়ে আমলা স্মিতা থাকেন ইনদওরে।
বিবাহ বিচ্ছেদ নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে নীতীশ বলেছিলেন, ‘‘মুম্বইয়ের ফ্যামিলি কোর্টে আমি ২০১৯-এর সেপ্টেম্বরে ডিভোর্সের আবেদন করি। কেন আমরা সেপারেশনের পথে গিয়েছি, সে বিষয়ে কিছু বলতে চাই না। যেটুকু আমি বলতে চাই, তা হল কখনও কখনও মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক হতে পারে ডিভোর্স। কারণ এক্ষেত্রে বেঁচে থাকতে হয় বিচ্ছিন্ন অঙ্গ নিয়েই।’’
অতীতে সক্রিয় রাজনীতিক নীতীশ বিজেপি-র সাংসদও ছিলেন। তবে এখন রাজনীতি থেকে দূরে তিনি ব্যস্ত চিত্রনাট্যকার ও পরিচালকের কেরিয়ার নিয়েই।