সংবাদমাধ্যমের খবর, কয়েক জন ভক্তের বিরুদ্ধে অভিযোগ, তেলুগু সুপারস্টারের ৪০তম জন্মদিন উপলক্ষে তাঁরা দু’টি ছাগলকে হত্যা করেছেন। তার পর ছাগলের রক্ত ছিটিয়ে দিয়েছেন ‘আরআরআর’-এর নায়কের ব্যানারের উপর। ঘটনাটি ঘটেছে একটি প্রেক্ষাগৃহের বাইরে।
আরও পড়ুন: সিনেমা চলাকালীন প্রেক্ষাগৃহে ভয়াবহ আগুন! ভস্মীভূত দু’টি সারি, ভিতরে আটকে দর্শক!
advertisement
যে পি শিবা নাগা রাজু, কে সাই, জি সাই, ডি নাগা ভূষণম, ভি সাই, পি নাগেশ্বর রাও, ওয়াই ধরণী, পি শিবা, বি অনিল কুমারকে গ্রেফতার করা হয়েছে। গত ২০ মে শিবা নাগা রাজু এবং তাঁর বন্ধুরা দু’টি প্রেক্ষাগৃহে ভিড় জমান এনটিআর-এর জন্মদিন উপলক্ষে। এবং সেখানেই ছাগলের বলি দিয়ে রক্ত ছিটিয়ে দেন নায়কের ব্যানারে। যেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং সেই প্রাণীর দেহ নিয়ে সেখান থেকে পালিয়ে যান সেই ভক্তরা।
সেদিনই আরও একটি ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের অপ্সরা থিয়েটার সিনেমা হলের ভিতরেই আগুন লাগে। দু’টি সারি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, এনটিআর-এর ভক্তরা তার আগে সেই হলে বাজি ফাটাচ্ছিলেন। তার পরই আগুন লাগে।